সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকাতে ভারতের জাতীয় পতাকাকে অপমান করার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন অশোক দিন্দা। জাতীয় দলের প্রাক্তন পেসার তথা বিজেপি বিধায়কের দাবি, গোটা ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। যতদিন পর্যন্ত সেটা না হচ্ছে, ততদিন যেন বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোনও দ্বিপাক্ষিক সিরিজ না খেলে। সেটা নিশ্চিত করতে বিসিসিআইকেও যথাযথ পদক্ষেপ করতে অনুরোধ জানিয়েছেন দিন্দা।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভারতের তেরঙ্গা মাটিতে ফেলে মাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের আমজনতা। ঢাকার এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা। বাংলাদেশিদের চিকিৎসা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন শিলিগুড়ির ডাক্তাররা। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জাতীয় পতাকার অপমানে গর্জে উঠলেন ময়নার বিধায়ক দিন্দা।
জাতীয় দলের প্রাক্তন পেসার বুধবার বলেন, “বাংলাদেশে যেভাবে আমাদের জাতীয় পতাকার অবমাননা হয়েছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হিসাবে আমি বিসিসিআইয়ের কাছে অনুরোধ করছি, এই ঘটনার প্রতিবাদে পদক্ষেপ করা হোক। লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হোক বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে। যতদিন পর্যন্ত না বাংলাদেশ বোর্ড লিখিতভাবে এই ঘটনার জন্য ক্ষমা চাইছে, ততদিন পর্যন্ত সেদেশের সঙ্গে ভারত যেন কোনও দ্বিপাক্ষিক সিরিজ না খেলে।”
উল্লেখ্য, ভারতীয় দল কবে কার বিরুদ্ধে খেলবে সেই সূচি নির্ধারণের দায়িত্বে থাকে বিসিসিআই। সেজন্যই দেশের ক্রীড়া বোর্ডের কাছে দিন্দার বার্তা, “আমি সিএবির সদস্য়। তাই এই ব্যাপারে কঠিন পদক্ষেপ করার জন্য জন্য বিসিসিআইকে অনুরোধ জানাচ্ছি।” উল্লেখ্য, সেপ্টেম্বর মাসেই ভারত সফরে এসেছিল বাংলাদেশ। দুটি টেস্ট খেলে তারা। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মুখোমুখি হতে পারে দুই দেশ। তবে দিন্দার দাবি, বাংলাদেশ ক্ষমা না চাইলে তাদের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক কার্যত ছিন্ন করে দিক ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.