Advertisement
Advertisement

Breaking News

জেঠু অশোক ভট্টাচার্যের চাপ! বিজেপিতে যোগ দিয়েও ডিগবাজি অর্কদীপের

শুনুন, কী বলেছেন বামনেতার ভাইপো?

Ashok Bhattacharya's nephew leaves BJP
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 11, 2019 12:20 pm
  • Updated:March 11, 2019 12:33 pm  

সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: খোদ সাংসদের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যে ভুল স্বীকার করলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের ভাইপো অর্কদীপ। এমনকী, গেরুয়াশিবিরে যোগ দেওয়ার কথাও অস্বীকার করেছেন তিনি। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, জেঠুর চাপেই মত বদলেছেন অর্কদীপ! শোরগোল শিলিগুড়িতে।

[ভোট বয়কটের ডাক দিয়ে মাও পোস্টার, চাঞ্চল্য সোদপুরে]

Advertisement

বাম আমলে এ রাজ্যে শাসকদলের দাপুটে নেতা ও মন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য। পালাবদলের পর শিলিগুড়িতে তাঁর নেতৃত্বে ঘুরে দাঁড়ায় বামেরা। শিলিগুড়ি পুরসভা দখল করে একদা রাজ্যের শাসকদল। একসময়ে শিলিগুড়ির  বিধায়ক ছিলেন, এখন শহরের মেয়র অশোক ভট্টাচার্য। দিন কয়েক আগে শিলিগুড়ির বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও দলের জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরীর সঙ্গে দেখা করেন তাঁর ভাইপো অর্কদীপ ভট্টাচার্য। বেশ কয়েকবার বিজেপির পার্টি অফিসে গিয়েছেন তিনি।

রবিবার শিলিগুড়ির বর্ধমানে রোডে একটি ভবনে বৈঠক ছিল পদ্মশিবিরের। সেই বৈঠকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের ভাইপো অর্কদীপ। তাঁর হাতে পতাকা তুলে দেন শিলিগুড়ির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সাংবাদিক সম্মেলনে অর্কদীপ বলেন, একসময়ে তিনি বামপন্থী মনোভাবাপন্ন ছিলেন। কিন্তু, কেন্দ্রীয় সরকারের কাজকর্ম দেখে বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছেন। শহরের দাপুটে সিপিএম নেতার ভাইপোর বিজেপিতে যোগ দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায় শিলিগুড়িতে। প্রশ্নের মুখে পড়েন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যও। পরিস্থিতির নাটকীয় বদল ঘটে রবিবার রাতে। বিবৃতি দিয়ে ভুল স্বীকার করে নেন অর্কদীপ। বলেন, চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন। তাই শিলিগুড়ির স্থানীয় বিজেপি নেতাদের কাছে তাঁকে নিয়ে গিয়েছিলেন বন্ধুরা। কিন্তু, গেরুয়াশিবিরে যোগ দেননি। এদিকে এই ঘটনায় সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের দিকেই আঙুল তুলেছেন বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরী। তাঁর অভিযোগ, চাপ দিয়ে ভাইপো অর্কদীপকে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করতে বাধ্য করেছেন অশোকবাবু। ঘটনার নিন্দা করেছেন বিজেপি দার্জিলিং জেলা সভাপতি।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement