Advertisement
Advertisement

পাক ম্যাচ ইস্যুতে সৌরভের বিরোধিতা, বিতর্কে বিধায়ক অশোক ভট্টাচার্য

দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কে ভাঙন?

Ashok Bhattacharya slams Sourav Ganguly
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 24, 2019 7:54 pm
  • Updated:February 24, 2019 7:54 pm

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার রেশ এখনও টাটকা। তা নিয়ে তর্ক বিতর্ক চলছেই। এই পরিস্থিতিতে ক্রিকেট বিশ্বকাপেও পাকিস্তানের সঙ্গে খেলা উচিত কিনা তা নিয়ে ভিন্ন মতপ্রকাশ করেছেন প্রাক্তন প্রাক্তন ক্রিকেটাররা। সেই বিতর্কে এবার নিজেকে জড়িয়ে ফেললেন শিলিগুড়ি পুরসভার মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। এপ্রসঙ্গে লিখিত বিবৃতি দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতামতের বিরোধিতা করেন। আর তাতেই বিধায়ক ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক ঘিরেই শুরু হয়েছে জল্পনা।

[জালে উঠল ২০০ কেজির শংকর মাছ, দেখতে মেলা ভিড় বাজারে]

পুলওয়ামায় ৪৯ জন জওয়ানের মৃত্যুর পর এখনও ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ভাবে সুর চড়িয়েছেন সকলেই। পাকিস্তানের বিরোধিতায় সবর হয়েছেন বিভিন্ন জগতের তারকারাও। এরই মাঝে বিশ্বকাপে পাকিস্তানের খেলার সুযোগ পাওয়া উচিত কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পক্ষে ও বিপক্ষে মতামত প্রকাশ করেছেন বহু ক্রিকেটারই। বাদ যাননি সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেণ্ডুলকর, সুনীল গাভাসকরের মতো ক্রিকেট তারকারাও। একদিকে, খেলায় পাকিস্তানকে বকটয়ের পক্ষে সায় দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে শচীন মাঠে মুখোমুখি পাক ক্রিকেটারদের জব্দ করার দিকেই সায় দিয়েছেন, এমন তথ্যই প্রকাশ্যে এসেছে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাক বয়কটের মতে সায় না দিয়েই বিপাকে বাম নেতা তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। কারণ, গঙ্গোপাধ্যায় ও ভট্টাচার্য পরিবারের সম্পর্কের কথা কম বেশি সকলেরই জানা। সেকারণেই রবিবার লিখিত বিবৃতিতে তিনি এই মতামত প্রকাশের পরেই শুরু হয়েছে কানাঘুষো।

Advertisement

[আদিবাসী পড়ুয়াদের হেনস্তা, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ বালুরঘাটে]

যদিও ঘটনাটি নিয়ে চাপানউতোর শুরু হতেই অশোকবাবু জানান, তাঁর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সম্পর্কে কোনও পরিবর্তন হয়নি। ভিন্ন মত ব্যক্ত করার পিছনে কোনও ব্যক্তিগত সমস্যা নেই বলেই জানিয়েছেন তিনি। অশোক ভট্টাচার্য জানান, ব্যক্তিগত সম্পর্ক একই রয়েছে, নৈতিকভাবে দলীয় নীতি মেনে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement