ছবিতে নুনিয়া নদী, ছবি: মৈনাক মুখোপাধ্যায়।
চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: সেলফি তুলতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন যুবক। বুধবার বেলার দিকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলের ঘাঘরবুড়ি মন্দির লাগোয়া নুনিয়া নদীতে। নিখোঁজ যুবকের নাম বিবেক চন্দ্রবংশী। তাঁর খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থলে নিখোঁজের পরিজনদের পাশাপাশি রয়েছে পুলিশকর্মীরা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, আদতে বিহারের বাসিন্দা বিবেক দিন কয়েক আগে অন্ডালে দিদির বাড়িতে বেড়াতে আসেন। দিদির মানত ছিল। সেইমতো এদিন সকালে সপরিবারে আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিতে আসেন। জাগ্রত দেবী, তাই সকাল থেকে মন্দির চত্বরে ভক্তদের ভিড়। বেলা বাড়তে পুজো দেওয়ার পর্ব শেষ হয়। নতুন জায়গায় বেড়াতে এসে এমনিতেই বেশ খুশি ছিলেন ওই যুবক। কিন্তু পুজো দিলেন আর সেই জায়গার কোনও স্মৃতি রাখলেন না, তাতো হয় না। তাই সবার অলক্ষ্যেই মন্দির লাগোয়া নুনিয়া নদীর ধারে পৌঁছে গিয়েছিলেন বিবেক। ছোট ছোট পাথর টপকে বর্ষায় টইটম্বুর নুনিয়াকে দেখে তাঁর ভাল লেগে যায়। তাই নদীকে সঙ্গে নিয়েই সেলফি তুলতে যান যুবক। কিনারে দাঁড়াতে না দাঁড়াতেই বিপত্তি, জমাট শ্যাওলায় পা পিছলে সোজা নদীতে। দিদির বাড়ির লোকজন আশপাশে কেউ ছিলেন না। তবে অন্য দর্শনার্থীরা ছড়িয়ে ছিটিয়ে টিলায় বসেছিলেন। যুবক নদীতে পড়তেই তাঁরা চেঁচামেচি শুরু করেন। ততক্ষণে বিবেকের খোঁজ পড়েছে। এরপরই আসানসোল থানায় খবর যায়। পুলিশের সঙ্গে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। যুবকের খোঁজে নুনিয়া নদীতে নেমেছে ডুবুরি। তবে এখনও পর্যন্ত যুবকের কোনও মেলেনি। পুলিশের অনুমান নদীতে স্রোত বেশি থাকায় ভেসে গিয়েছেন বিবেক চন্দ্রবংশী। তবে তল্লাশি জারি রয়েছে। এদিকে বেড়াতে এসে ভাইয়ের এই পরিণতিতে হতবাক দিদি। বাবা-মাকে কীভাবে মুখ দেখাবেন বুঝে উঠতে পারছেন না। পরিবারের শোকের ছায়া নেমেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.