Advertisement
Advertisement

Breaking News

Asansol Stampede

আসানসোল দুর্ঘটনা: সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে FIR নিহতের পরিবারের, নাম নেই শুভেন্দুর

সেদিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র-চৈতালি তিওয়ারি।

Asansol Stampede: FIR lodged against BJP leader Jitendra Tewari and his wife but no name of Suvendu Adhikari | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 16, 2022 11:46 am
  • Updated:December 16, 2022 4:05 pm  

শেখর চন্দ্র, আসানসোল: আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় এফআইআর (FIR) দায়ের করলেন নিহতের পরিবার। আসানসোল (Asansol) উত্তর থানায় দায়ের হওয়া এফআইআরে নাম রয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারির। তবে তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু অধিকারীর নাম নেই কোথাও। বুধবার আসানসোলে ‘শিবচর্চা’ অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি প্রতীকী কম্বল বিতরণের পর চলে যাওয়ার পর কম্বল নেওয়ার ভিড় হয়। ভিড়ে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনা ঘিরে আপাতত তোলপাড় রাজ্য রাজনীতি।

Advertisement

ওইদিন মৃত্যু হয় আসানসোলের কাল্লার বাসিন্দা ঝালি বাউড়ির। তাঁর ছেলে সুখেন শুক্রবার আসানসোল উত্তর থানায় এফআইআর দায়ের করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আসানসোল উত্তর থানায় পুলিশ জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tewari), তাঁর স্ত্রী চৈতালি-সহ তাঁর ঘনিষ্ঠ ও বিজেপি কর্মীদের নামে অভিযোগ দায়ের করেছে। ওইদিনের অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তাঁকে সবরকমভাবে সাহায্য করেছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

[আরও পড়ুন: রাতের আকাশে সফল উৎক্ষেপণ অগ্নি-৫-এর, আঘাত হানবে বেজিংয়েও!]

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর তদন্তের অংশ হিসেবে গভীর রাতে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে হানা দেয় পুলিশ। বিশেষত সেদিন মঞ্চে যাঁরা ছিলেন, তাঁদের খোঁজে নামে পুলিশ। কিন্তু কাউকেই বাড়িতে পাওয়া যায়নি বলে খবর। তবে আসানসোল উত্তর থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার (CP) সুধীর কুমার নীলকণ্ঠম। ধৃতদের আজ আসানসোল আদালতে পাঠিয়ে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। কীভাবে এই ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ডিসি ওয়েস্ট অভিষেক মোদির তত্বাবধানে পুরো ঘটনার তদন্ত করছে আসানসোল উত্তর থানার পুলিশ। এলাকায় এখনও চাপা উত্তেজনা, আতঙ্ক বিরাজমান।

[আরও পড়ুন: ‘নেহরু নেশা করতেন, নেশাতুর ছিলেন গান্ধীর ছেলেও’, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement