দেবাদৃতা মণ্ডল, চুঁচুড়া: লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। বুধবার দুপুরে প্রায় ঘণ্টা দেড়েক ট্রেন চলাচল বন্ধ থাকল হাওড়া-বর্ধমান মেন লাইনে। চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা। দুপুর সাড়ে তিনটে নাগাদ ফের পরিষেবা স্বাভাবিক হয়।
ঘড়িতে তখন দুপুর ১টা ৫০। হাওড়া থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি লোকাল ট্রেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাণ্ডুয়া স্টেশনে ছাড়ার পরই আচমকাই ট্রেনের প্যান্ডোগ্রাফটি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে স্টেশনের বাইরে লাইনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। বর্ধমান-হাওড়া মেন শাখার ডাউন লাইনে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। প্রবল গরমে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে আপ লাইনে অবশ্য পরিষেবা স্বাভাবিকই ছিল। খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় ওই লোকাল ট্রেনটির প্যান্টোগ্রাফটি মেরামতির কাজ শুরু করেন রেলের আধিকারিকরা। মেরামতি কাজ চলছে প্রায় ঘণ্টা দেড়েক। ততক্ষণ হাওড়া-বর্ধমান মেন শাখার ডাউন লাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল। দুপুরে সাড়ে তিনটে নাগাদ প্যান্টোগ্রাফটি মেরামতির পর ওই লোকাল ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হাওড়া-বর্ধমান মেন শাখার ডাউন লাইনে স্বাভাবিক হয় পরিষেবা।
কিন্তু, ওই লোকাল ট্রেনে প্যান্টোগ্রাফটি ভাঙল কী করে? রেলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। হাওড়া-বর্ধমান মেন লাইনে যাত্রীর সংখ্যা নেহাতই কম নয়। লোকাল ট্রেনে চেপে যাতায়াত করেন অনেকেই। ভরদুপুরে আচমকাই ট্রেন বন্ধ হয়ে যাওয়ার নাকাল হন যাত্রীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.