সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই আস্থা ভোটে জিতে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করেছে তৃণমূল কংগ্রেস। এবার কঠিন সময়ে দলের পাশে থাকার পুরস্কার পেলেন তৃণমূল কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায়। সর্বসম্মতিক্রমে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণবাবু। মঙ্গলবার সরকারিভাবে বৈঠকে তাঁর নাম ঘোষণা হয়।
বারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং জেতার পর শিল্পাঞ্চলে ধস নেমেছিল তৃণমূলের সংগঠনে। একের পর এক পুরসভা হাতছাড়া হয় তৃণমূলের। একাধিক পুরসভার দখল নেয় অর্জুন সিং অনুগামী বিজেপি নেতা-কর্মীরা। ঘাসফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে যোগদানের ঢল শুরু হয় সেইসময়। দল ভাঙানোর খেলায় তখন মেতে ওঠেন বিজেপি নেতা মুকুল রায়, অর্জুন সিংরা। ভাটপাড়াতেও এর অন্যথা হয়নি। একে একে অধিকাংশ তৃণমূল কাউন্সিলররা দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরের পতাকা তুলে নেন হাতে। তবে অরুণ বন্দ্যোপাধ্যায়-সহ ৪ তৃণমূল কাউন্সিলর দলের প্রতি আনুগত্য দেখান। বিজেপিতে যাননি তাঁরা। তারই প্রতিদান পেলেন এদিন অরুণবাবু।
গত কয়েক মাসে ধীরে ধীরে খেলা ঘোরে। শিল্পাঞ্চলের একাধিক পুরসভা ফের দখল করে তৃণমূল। ঘরে ফেরেন কাউন্সিলররা। ভাটপাড়াতেও বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলরদের ‘ঘর ওয়াপসি’ হয়। গত ৭ জানুয়ারি ভাটপাড়া পুরসভায় ভোটাভুটিতে জয়ী হয় তৃণমূল। তারপরই এদিন নয়া পুরপ্রধান হিসাবে নাম ঘোষণা হয় অরুণ বন্দ্যোপাধ্যায়ের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.