দেবব্রত দাস, খাতড়া: ভোটের আগে ফের রাজ্যে উদ্ধার আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম৷ বাঁকুড়ার খাতড়া মহকুমার ইন্দপুরের সার্কল ইন্সপেক্টর গোপন অভিযান চালিয়ে বেশ কয়েকটি সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে৷ পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে রয়েছে ৮০০ টি ইলেকট্রিক ডিটোনেটর, বিস্ফোরক তৈরির জন্য ২০০টি পাওয়ার জেলের কৌটো, ১ কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট৷
ইন্দপুর পুলিশ সূত্রে খবর, বগা গ্রামে সীতারাম মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে এসব উদ্ধার হয়েছে৷ বাড়ির মালিককে আটক করে জেরার সময় এসব সামগ্রী বাড়িতে মজুত রাখার লাইসেন্স দেখতে চায় পুলিশ৷ কিন্তু তিনি সেসব নথি দেখাতে পারেননি৷ এরপরই সীতারাম মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ৷ তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে৷ শনিবার তাঁকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হবে৷ গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, বগা গ্রামের ওই বাড়িতে প্রচুর বিস্ফোরক মজুত ছিল৷ সেইমতো শুক্রবার রাত ১১টা নগাদ সার্কল ইন্সপেক্টর আতিবুর রহমানের নেতৃত্বে বগা গ্রামের ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ বাহিনী৷ ছিলেন ওসি আবদুল সামাদ আনসারি৷
লোকসভা ভোটের আর একমাসও বাকি নেই৷ জেলায় জেলায় নিরাপত্তা জোরদার হয়েছে৷ বেড়েছে পুলিশি অভিযান, ধরপাকড়৷ তারই অঙ্গ হিসেবে বাড়তি সতর্কতা নিয়েছে ইন্দপুর বিভাগ৷ বগা গ্রাম থেকে এত আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া যাওয়ায় পুলিশের অনুমান, নির্বাচনের মরসুমে জেলায় নাশকতার ছক কষা হয়েছিল৷ এই ঘটনার পর থেকে জেলাজুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে৷ নির্বাচন ঘোষণা হওয়ার পরপরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে গুলি, বন্দুক, কার্তুজ৷ আন্তঃরাজ্য সীমানা হওয়ায় এসব জায়গায় ইতিমধ্যেই নাকা চেকিং শুরু হয়েছে৷ চোরাপথে অস্ত্রের কারবার রুখতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ৷ তা সত্ত্বেও অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তার ভাঁজ বাড়ছে প্রশাসনিক কর্তাদের কপালে৷ রাজ্যের স্পর্শকাতর জায়গাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলে, নজরদারি আরও বাড়বে বলে মনে করছে জেলা পুলিশ৷ ইতিমধ্যেই অবশ্য বিভিন্ন জায়গায় বাহিনী পৌঁছে গিয়েছে৷ শুরু হয়েছে রুটমার্চও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.