সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: আসানসোলের পর বজবজ। ফের ভরদুপুরে সোনার গয়নার দোকানে ডাকাতি। ক্রেতা সেজে ওই দোকানে আসে ডাকাতদল। কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় ওই ডাকাতদল।
ওই সোনার গয়নার দোকানটি দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার বুইতার মিঠাপুকুর এলাকার। অভিযোগ, রাস্তার ধারের ওই সোনার দোকানে দুপুর পৌনে একটা নাগাদ দুটি বাইকে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আসে। গয়না দেখার অছিলা করে তারা। দোকান মালিক একাধিক সোনার গয়নাগাটি দেখতে চায় তারা। এর পর দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় ওই ডাকাতদল। ওই ডাকাত দলের তিনজনের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। এবং তাদের মাথায় ছিল হেলমেট। সোনার গয়নাগাটি ব্যাগে ঢুকিয়ে চম্পট দেয়।
পালানোর সময় দোকান মালিক চিৎকার শুরু করেন। সেই সময় রাস্তাঘাটে লোকজন কম ছিল। বিনা বাধাতেই তিন ডাকাতদল বাইক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার বিশাল পুলিশবাহিনী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাতদলকে চিহ্নিত করার কাজ করছেন বজবজ থানার আধিকারিকরা। বজবজ থানায় দোকান মালিক অরুণ জানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় অধরা ডাকাতদলের প্রত্যেকে। এর আগে প্রায় ওই একই জায়গায় অন্য একটি সোনার দোকানে ডাকাতি হয়। একের পর এক ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রায় সকলেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.