সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা সত্যি করে ভাটপাড়ার উপনির্বাচনে অর্জুন সিংয়ের পুত্র পবন কুমার সিংকেই প্রার্থী করল বিজেপি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের পুরনো সৈনিক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে ওই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল৷ ইতিমধ্যে প্রচারও শুরু করেছেন তিনি৷ রাজনৈতিক মহলের মতে, তৃণমূল নেত্রীকে বেগ দিতেই, মদনের বিপক্ষে ভাটপাড়ার ‘বেতাজ বাদশা’র ছেলেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির৷ তৃণমূলের গড় বলে পরিচিত ভাটপাড়ায় পদ্ম ফোটাতে, এটা দিলীপ-মুকুলদের কৌশলী চাল বলেই মত ওয়াকিবহাল মহলের৷
[আরও পড়ুন: ইভিএমে প্রতীকের নিচে বিজেপি নাম, বারাকপুরে তৃণমূলের অভিযোগ খারিজ কমিশনের ]
ভাটপাড়া ছাড়াও শনিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যের আরও চারটি বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে৷ হবিবপুর থেকে প্রার্থী করা হয়েছে জুয়েল মুর্মুকে৷ ইসলামপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সৌম্যরূপ মণ্ডল, কান্দি থেকে সনৎ মণ্ডল এবং নওদা থেকে অনুপম মণ্ডল৷ দার্জিলিং কেন্দ্রে বিজেপি, জিএনএলএফ ও গুরুং গোষ্ঠীর তরফে প্রার্থী করা হয়েছে নীরজ তামাং জিম্বাকে৷ তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংয়ের গড় বলে পরিচিত ভাটপাড়া৷ দীর্ঘদিন ধরেই তিনি সেখানকার বিধায়ক ও পুর চেয়ারম্যান পদে ছিলেন৷ বারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়া নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন অর্জুন সিং৷ ভাটপাড়ার অবিসংবাদী নেতা আবেদনে সাড়া না দিয়ে, এবারও বারাকপুর কেন্দ্র থেকে দীনেশ ত্রিবেদীকেই প্রার্থী ঘোষণা করে তৃণমূল৷ প্রবল ক্ষোভে দলত্যাগ করেন অর্জুন সিং৷ যোগ দেন বিজেপিতে৷ তৃণমূল নেতৃত্বের তরফে একাধিক অভিযোগে সরব হন তিনি৷
[ আরও পড়ুন: ‘দেশের সবচেয়ে বড় বিপদ মোদি সরকার’, পাণ্ডুয়ার প্রচারে তোপ মমতার ]
গেরুয়া শিবিরের তরফে অর্জুনকেই বারাকপুরের কেন্দ্র থেকে প্রার্থী করা হয়৷ এরপর ভাটপাড়ার বিধায়কের পদ থেকে ইস্তফা দেন অর্জুন সিং৷ জল্পনা শুরু হয় ওই কেন্দ্রে কাকে প্রার্থী করবে তৃণমূল ও বিজেপি৷ সম্প্রতি সব জল্পনায় জল ঢালেন খোদ তৃণমূল নেত্রী৷ শক্তিশালী ওই কেন্দ্র থেকে নির্ভরযোগ্য সৈনিক মদন মিত্রকে প্রার্থী করেন তিনি৷ বিজেপির পরবর্তী চালের দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল৷ যাতে ইতি পড়ল শনিবার৷ অন্যদিকে, মদন মিত্রকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায়, বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল যুব তৃণমূল৷ মদন মিত্রকে ব্যক্তিগত স্তরে আক্রমণ শানিয়ে অর্জুন সিং বলেন, ‘সন্ধ্যা ছ’টার পর আর মদন মিত্রকে খুঁজে পাওয়া যায় না৷’ বিজেপি নেতার এই মন্তব্যেই বিরুদ্ধেই শনিবার কমিশনে অভিযোগ দায়ের করেছে শাসকদলের যুব সংগঠন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.