আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: অর্জুন সিংয়ের ভাটপাড়ার মেঘনা মোড়ের কার্যালয়ে দুষ্কৃতী হামলা৷ ভাঙচুরের পাশাপাশি তাঁর অনুগামীদের মারধর করা হয় বলেও অভিযোগ৷ সিসিটিভিতেই ধরা পড়েছে হামলার ছবি৷ অভিযোগ, সদ্য তৃণমূলে যোগ দেওয়া সঞ্জয় সিংয়ের মদতেই তার দাদার কার্যালয়ে হামলা চালানো হয়েছে৷ যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷
সদ্যই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন অর্জুন সিং৷ ভাটপাড়াই অর্জুন সিংয়ের খাসতালুক৷ তৃণমূল বিধায়ক থাকাকালীন মেঘনা মোড়ে বাড়ি লাগোয়া কার্যালয়েই বসতেন তিনি৷ শনিবার সকালে সেখানেই আসে বেশ কয়েকজন৷ ওই কার্যালয়ের সামনে চেয়ারে বসেছিলেন এক ব্যক্তি৷ দুষ্কৃতীরা তাঁর দিকে তেড়ে আসে৷ বাধ্য হয়ে চেয়ার হাতে নিয়ে ওই কার্যালয়ের ভিতর ঢুকে পড়েন তিনি৷ এরপর ওই দুষ্কৃতী চেয়ারে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেয়৷ এমনকী কার্যালয়ের দরজাও বন্ধ করে দেয় ওই দুষ্কৃতী৷ ওই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও ভাঙচুর করা হয় বলেও অভিযোগ৷ সিসিটিভিতেই ধরা পড়েছে গোটা ঘটনা৷ তাঁর অনুগামীদের অভিযোগ, অর্জুন সিংয়ের ভাই সদ্য তৃণমূলে যোগ দেওয়া সঞ্জয়ের লোকজনই এই হামলা চালিয়েছে৷ অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে৷ সঞ্জয়ের অভিযোগ, ‘‘শুক্রবার রাতে আমার বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে৷ এই ঘটনার নেপথ্যে দাদা অর্জুন সিংয়ের যোগ রয়েছে৷ আজকের এই ঘটনায় শাসকদলের কোনও যোগ নেই৷’’
নির্বাচনের আগে অভিযোগ-পালটা অভিযোগকে কেন্দ্র করেই আপাতত উত্তপ্ত ভাটপাড়া৷ পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় নামানো হয়েছে ব়্যাফ৷ কার্যালয়ে দুষ্কৃতী হামলার ঘটনায় জগদ্দল থানার সামনে বিক্ষোভ দেখান অর্জুন সিংয়ের অনুগামীরা৷ তবে থানায় এখনও অভিযোগ দায়ের করেননি তাঁরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.