Advertisement
Advertisement
অর্জুন-মদন

উপনির্বাচনে বুথে দেখা গেলেই গ্রেপ্তার করতে হবে অর্জুন সিং-কে, দাবি মদনের

আগামী ১৯ এপ্রিল উপনির্বাচন ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে।

Arjun singh should be arrested, demands Madan Mitra
Published by: Tanumoy Ghosal
  • Posted:May 7, 2019 8:59 pm
  • Updated:May 7, 2019 8:59 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: ভোটের দিনে বারাকপুর লোকসভা কেন্দ্রের যেখানেই গিয়েছেন, সেখানেই বিক্ষোভের মুখে পড়েছেন। মার খেয়েছেন, ‘গো-ব্যাক’ স্লোগান উঠেছে।এবার অর্জুন সিংকে কোণঠাসা করতে আরও আক্রমণাত্মক মদন মিত্র।ভাটপাড়া বিধানসভায় উপনির্বাচনের আগে এবার বিজেপি নেতা অর্জুন সিং-কে গ্রেপ্তারের দাবি তুললেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে তাঁর আবেদন, উপনির্বাচনের দিন যদি ভোট দেওয়া ছাড়া অর্জুন সিং-কে এলাকায় দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করতে হবে।

[আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পাণ্ডুয়া, আক্রান্ত সিপিএমের দুই এজেন্ট]

গত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভাটপাড়া বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন অর্জুন সিং। লোকসভা ভোটে বারাকপুর কেন্দ্র থেকে ভোটে লড়তে চেয়েছিলেন অর্জুন। টিকিট না পেয়ে শেষপর্যন্ত বিজেপি যোগ দেন তিনি। এবারের লোকসভায় বারাকপুর কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী তিনি। মনোনয়ন পেশের আগে নিয়মাফিক ভাটাপাড়ার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন একদা শাসকদলের এই দাপুটে নেতা। আগামী ১৯ মে, সপ্তম দফা লোকসভা ভোটের সঙ্গেই উপনির্বাচন হবে ভাটাপাড়া বিধানসভায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র, আর বিজেপি হয়ে লড়ছেন অর্জুন সিংয়ের ছেলে পবন।

Advertisement

সোমবার লোকসভা ভোট ছিল বারাকপুরে। সকালে কার্যত এলাকায় দাপিয়ে বেড়ান বিজেপি প্রার্থী অর্জুন সিং। কিন্তু, বুথ পরিদর্শন করতে গিয়ে বারবারই বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। বারাকপুরের মোহনপুর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সময়ের আহত হন অর্জুন। তাঁর ঠোঁট ফেটে রক্ত বেরোতে দেখা যায়। অভিযোগ, রাজ্য পুলিশের মদতে অর্জুন সিংয়ে উপরে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেলা দিকে ফের নৈহাটির বিজয়নগর গার্লস হাইস্কুলে গিয়ে জনরোষের মুখে পড়েন বারাকপুরের বিজেপি প্রার্থী। মঙ্গলবার অবশ্য অর্জুন সিং ও তাঁর অনুগামীদের বিরুদ্ধেই সন্ত্রাসের অভিযোগ তোলেন ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁর দাবি, লোকসভা ভোটের দিন বারাকপুরে সন্ত্রাস চালিয়েছেন অর্জুন সিং ও তাঁর অনুগামীরা। উপনির্বাচনের দিন স্রেফ ভোট দেওয়া ছাড়া অর্জুন সিং যেন আর কিছু করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে প্রশাসন ও নির্বাচন কমিশনকেই।

[ আরও পড়ুন: স্কুলে টানা ছুটি, মিড ডে মিলের চাল নষ্ট হওয়ার আশঙ্কা শিক্ষকদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement