অর্ণব দাস, বারাকপুর: কিছুদিন আগেই একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় গরমকে দায়ী করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এবার একই সুর অর্জুন সিংয়ের গলায়। মঙ্গলবার ভাটপাড়ার এই দাপুটে নেতা দাবি করলেন, “বোমা সস্তার অস্ত্র। প্রচন্ড গরমে বিস্ফোরণ হচ্ছে।”
খাদিকুল কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে এসেছে। মৃত্যুর ঘটনাও ঘটেছে। গতকাল রাস্তার পাশের শৌচালয়ে শৌচকর্ম সারতে গিয়ে বোমা ফেটে মৃত্যু নাবালকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বনগাঁর বক্সিপল্লির ২২ নম্বর ওয়ার্ডে। সেই ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার মুখ খুললেন সাংসদ অর্জুন সিং।
অর্জুন সিংহ বলেন “বাংলায় কবে বোমা ছিল না? সিপিএমের সময়েও ছিল, এখনও আছে। বোমা সব থেকে সহজ সস্তার জিনিস ,প্রচণ্ড রোদে বোমা ফেটে যাচ্ছে।” অর্জুন সিংয়ের এই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, এর আগে এহেন মন্তব্য করেছিলেন সৌগত রায়। তিনি বলেছিলেন, “যা গরম তাতে পটাশিয়াম ক্লোরেট, আর্সেনিক ট্রাই সালফেড বাইরে রেখে দিলে এমনিতেই ফেটে যাবে। এই গরমে বিস্ফোরণ হতেই পারে। তাছাড়া বাংলার ৩৮ হাজার গ্রামের কোথায় বোমা লুকিয়ে রাখা হয়েছে, তা পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। আর খুঁজবেই বা কীভাবে?”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.