অর্ণব দাস, বারাকপুর: ফিরহাদ হাকিমের ‘দৌত্য’, পার্থ ভৌমিকের সাক্ষাতের ইচ্ছা সবই ব্যর্থ। শেষমেশ চব্বিশের লোকসভা ভোটের আগে (Lok Sabha Election 2024) তৃণমূল ছাড়লেন বারাকপুরের ‘বাহুবলী’ সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। মঙ্গলবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে দলকে দুষলেন তিনি। অভিমানের সুরে বললেন, ”তৃণমূলে আমাকে কেউ চায় না (Unwanted)। দলে ডেকে নিয়ে গিয়ে বেইজ্জত করা হয়েছে। আমার দেড় বছর নষ্ট হয়েছে। আমি কী এমন বলেছিলাম? বারাকপুরে লড়তে চেয়েছিলাম।”
সেইসঙ্গে ফের বারাকপুরেরই (Barrackpore) প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন। কিন্তু কোন দলের হয়ে লড়বেন অর্জুন? তা স্পষ্ট করেননি তিনি। জোর জল্পনা, বিজেপির টিকিট না পেলে নির্দল হয়ে লড়বেন অর্জুন সিং। এদিন নিজের পার্টি অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও সরিয়ে দিয়েছেন তিনি। সবমিলিয়ে বারাকপুরে ফের উনিশের লোকসভা ভোটের আগের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখা গেল। সেবারও বারাকপুরের প্রার্থী হতে না পেরে রাতারাতি তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন বারাকপুরের ‘ডন’। উনিশে বিজেপির (BJP) টিকিটেই সাংসদ হন তিনি। তবে এবার কোন দলে, তা এখনও স্পষ্ট নয়। বারাকপুরের তৃণমূল প্রার্থী, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটযুদ্ধে যে অবতীর্ণ হচ্ছেন অর্জুন, তা নিশ্চিত।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে অর্জুনের দাবি, দল আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেভাবে ব্যবহার করেছে, তাতে বার বার অপমানিত হয়েছি। ফিরহাদ ফোন (Firhad Hakim) করেছিলেন, ললিপপ দেওয়ার জন্য। কিন্তু আমি তো সামনে থেকে লড়তে ভালোবাসি। মানুষের সমর্থন মোদিজির সঙ্গে আছে।” তবে কি আবারও বিজেপির প্রার্থী হচ্ছেন? এই প্রশ্নে জল্পনা জিইয়ে রেখে বললেন, ”তা জানি না। তবে বারাকপুর থেকে লড়াই করব। আমার হৃদয়ে বারাকপুর। এখানেই আমি বরাবর কাজ করে এসেছি।”
অর্জুন সিংয়ের এই ‘দলবদল’ নিয়ে বারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিকের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, এভাবে বার বার দলবদল করে ও বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এটা নিম্নরুচির পরিচয়। বাকি যা বলার, রাজনৈতিক মহলে বলব।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.