অর্ণব দাস, বারাকপুর: হোয়াটস অ্যাপ কলে অর্জুন সিংকে খুনের হুমকি। ২৯ মে অর্থাৎ ৫ দিনের মধ্যে খুনের হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় কল রেকর্ডিং পোস্ট করেছেন বারাকপুরের বিজেপি প্রার্থী। যদিও এই হুমকিকে পাত্তা দিতে নারাজ বাহুবলী। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুই করাতে পারেন। তবে আগে থেকে জানিয়ে আমাকে শেষ করা সম্ভব না।”
One can easily understand the audacity of this man threatening to kill me by sending voice messages and picture. I am reporting this to the @bkpcitypolice too for taking the necessary steps.
This is the present status of law and order in West Bengal under the rule of… pic.twitter.com/2EkP5HZlUI— Arjun Singh (Modi Ka Parivar) (@ArjunsinghWB) May 23, 2024
এক্স হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন বারাকপুরের বিজেপির প্রার্থী অর্জুন সিং। ওই অডিও-তে শোনা যায়, ওপ্রান্ত থেকে ২৯ মে-এর মধ্যে অর্জুনকে খুনের হুমকি দেওয়া হয়। হিন্দিতে বলা হয়, “অর্জুন সিং, পারলে ২৯ তারিখ পর্যন্ত বেঁচে দেখাও। সবার মাঝে তোমাকে গুলি করে মারব।” অডিও’র সঙ্গে তিনি লেখেন, তিনি এ বিষয়ে বারাকপুর পুলিশে অভিযোগ জানিয়েছেন। অর্জুনের কথায়, “এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে বাংলার আইন ব্যবস্থা।”
এদিন সাংবাদিক বৈঠকে হুমকি ফোন নিয়ে মুখ খুললেন অর্জুন সিং। “তৃণমূল কী না করবে, দেখতে থাকুন। তৃণমূলের পার্থ ভৌমিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় সব পারেন। কিন্তু আমাকে বলে মারাটা খুব কঠিন। এমনি মারতে পারবেন।” অর্জুন জানিয়েছেন, যে যুবক ফোন করেছিল তার নাম নিকেতন বর্মা। ডাক নাম ছোট্টু। বাবার নাম অনুপ বর্মা। অভিযুক্ত মাদক বিক্রি করে বলেও দাবি অর্জুনের। বিদায়ী সাংসদ জানিয়েছেন, পুলিশে গোটা বিষয়টা জানানো হয়েছে। অবিলম্বে তদন্ত শুরু করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.