সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগে বারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া এলাকায় যে উত্তেজনা তৈরি হয়েছিল, ফলাফল ঘোষণার পরও তা অব্যাহত রয়েছে৷ শাসক-বিরোধী সংঘর্ষ এতটাই চরমে উঠেছে যে, রাতের ঘুম উড়েছে প্রশাসনের৷ এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে একটি চাঞ্চল্যকর ভিডিও৷ সেই ভিডিওতে রণংদেহী মূর্তিতে দেখা যাচ্ছে অর্জুন সিংকে। সেখানে জনতার বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারাতে দেখা গিয়েছে বারাকপুরের দাবাং নেতাকে। তাঁকে উদ্দেশ্য করে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেওয়ায় অশ্রাব্য গালিগালাজও করলেন দোর্দণ্ডপ্রতাপ নেতা। এমনকী, ক্যামেরার সামনে প্রকাশ্যে বিক্ষোভকারীদের গুলি করারও হুমকি দিলেন। যদিও এটি যে সময়ের ঘটনা, তখন তিনি বিজেপিতে যোগ দেননি। সাংসদও হননি তিনি। তখন তিনি ছিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক। এই ‘বাহুবলী’র পুরনো একটি ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।
[আরও পড়ুন: ‘যো জাহা মিলে উড়া দো’, প্রকাশ্যে অর্জুন সিংয়ের বিস্ফোরক হুমকি ভিডিও]
কিছুদিন আগে এমন আরও একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে বারাকপুরের নবনির্বাচিত সাংসদ অর্জুন সিংকে দেখা যাচ্ছে দলীয় কর্মীদের বিস্ফোরক নির্দেশ দিতে৷ ভিডিওতে ভাটপাড়ার প্রাক্তন বিধায়ককে বলতে শোনা গিয়েছে, ‘যো জাহা মিলে উড়া দো’! যদিও ভিডিওটির স্থান-কাল যাচাই করেনি সংবাদ প্রতিদিন৷ ফলে এই ভিডিওটির দায় সংবাদ প্রতিদিনের নয়৷ এবার পুরনো একটি ভিডিও ভাইরাল হতেই কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস। এই ভিডিওকে হাতিয়ার করে নেটদুনিয়ায় বিজেপি সাংসদকে আক্রমণ করতে নেমে পড়েছে শাসকদল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.