Advertisement
Advertisement

Breaking News

Arjun Singh

রুশ বিষ দিয়েছে সিআইডি! ভয়ে স্বাস্থ্যপরীক্ষা অর্জুনের

শরীরে রায়াসনিকের প্রমাণ পেলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন অর্জুন।

Arjun Singh fears poisoning, undergoes medical test
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 16, 2024 11:46 am
  • Updated:November 16, 2024 2:36 pm  

অর্ণব দাস, বারাকপুর: সিআইডি জেরার সময় শরীরে রাশিয়ান রাসায়নিক প্রয়োগ করা হয়নি তো? জানতে শনিবার সকালে স্বাস্থ্যপরীক্ষা করতে কলকাতা এলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শরীরে রায়াসনিকের প্রমাণ পেলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন তিনি।

উপনির্বাচনের আগে পুরনো দুর্নীতির মামলায় অর্জুন সিংকে তলব করে সিআইডি। হাজিরা এড়াতে হাই কোর্টের দ্বারস্থও হয়েছিলেন তিনি। কিন্তু তাতে লাভ হয়নি। গত বৃহস্পতিবার ভবানী ভবনে হাজিরা দেন তিনি। কিন্তু সেখানে জলস্পর্শও করেননি অর্জুন। তাঁর আতঙ্ক, জলেও কিছু মিশিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তবে জলস্পর্শ না করা সত্ত্বেও আতঙ্ক পিছু ছাড়ছে না প্রাক্তন সাংসদের। তাঁর আশঙ্কা, চেয়ারে স্প্রে করে বা অন্য কোনও উপায়ে তাঁর শরীরে রাশিয়ান রায়াসনিক প্রবেশ করানো হয়ে থাকতে পারে। সেই কারণেই শনিবার সাতসকালে ভাটপাড়ার বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন অর্জুন। জানা গিয়েছে, এদিন স্বাস্থ্যপরীক্ষা করাবেন তিনি। দেখবেন, তাঁর শরীরে কোনওরকম রাসায়নিক প্রয়োগ করা হয়েছে কি না।

Advertisement

প্রসঙ্গত, দীর্ঘদিন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং (Arjun Singh)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় কো-অপারেটিভ ব্যাঙ্কে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ঘটনায় সম্প্রতি অর্জুনকে ভবানী ভবনে তলব করে সিআইডি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement