Advertisement
Advertisement
Arjun Singh

অসুস্থ অর্জুন সিং, ব্যস্ত পবনও! ফের জোড়া তলব এড়ালেন বাবা-ছেলে

ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় তলব করা হয়েছে তাঁদের।

Arjun Singh and his son ignored Police summon again
Published by: Paramita Paul
  • Posted:January 8, 2025 7:26 pm
  • Updated:January 8, 2025 7:26 pm  

অর্ণব দাস, বারাকপুর: ফের হাজিরা এড়ালেন বিজেপি নেতা অর্জুন সিং ও তাঁর ছেলে। শারীরিক অসুস্থতা দেখিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের বাড়ি সংক্রান্ত ভাটপাড়া পুরসভার মামলায় বুধবার বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তলবে হাজিরা দিলেন না তিনি। একইসঙ্গে তাঁর বিধায়ক পুত্র পবন সিংও ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় সিআইডির তলব এড়িয়েছেন। এনআইএ-র মামলায় সাক্ষী দেওয়ার কারণ দেখিয়ে এদিন ভবানীভবনে গরহাজির ছিলেন তিনি।

ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ড নিয়ে দুর্নীতি অভিযোগে ২০২০ সালের একটি মামলায় বৃহস্পতিবার সিআইডির তরফে দুপুর সাড়ে বারোটায় ফের বারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুনকে ডাকা হয়েছে বলেও জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, “শরীর খারাপ থাকার কারণে ডিডির তলবে যেতে পারছি না। হাই কোর্টে এই সংক্রান্ত একটি মামলা পেন্ডিংও আছে। তাই সময় চেয়ে লিখিত পাঠিয়েছি। শরীর ঠিক না থাকায় বৃহস্পতিবারের সিআইডির তলবে যেতে পারব কি না এখনই বলতে পারছি না। আমরা বিরোধী দল করি বলে এমনটা হবেই জানি, তাই চিন্তিত নই।”

Advertisement

সিআইডির তরফে পবন সিংকে যে নোটিশ দেওয়া হয়েছিল তাতে দেখা করার সময় ‘১২.৩০ এ এম’ উল্লেখ ছিল। অর্থাৎ রাত ১২টায় ডাকা হয়েছিল তাঁকে। এই প্রসঙ্গ টেনে পবন জানিয়েছেন, “রাত সাড়ে বারোটায় ডাকাটা ভুলও হতে পারে, আবার ইচ্ছাকৃতভাবেও ডাকতে পারে। কিন্তু আমার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা থাকায় যেতে পারছি না। পরবর্তী সময় চেয়ে লিখিত পাঠিয়েছি।” এনিয়ে বারাকপুর কমিশনারেটের সূত্রে জানা গিয়েছে, চিঠিতে ১০ দিন সময় চেয়ে অর্জুন সিংয়ের তরফে যে কারণ দর্শানো হয়েছে তা যাচাই করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement