Advertisement
Advertisement
অর্জুন

বারাকপুরে আক্রান্ত অর্জুন সিং, ঘটনার রিপোর্ট তলব কমিশনের

পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী৷

Arjun Singh allegedly attacked by TMC in Barrackpore's Mohanpur
Published by: Tanujit Das
  • Posted:May 6, 2019 9:10 am
  • Updated:June 3, 2019 7:23 pm  

শুভময় মণ্ডল, বারাকপুর: পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু হতেই উত্তপ্ত বারাকপুর৷ ওই লোকসভা কেন্দ্রের মোহনপুরের একটি বুথে ভোটারদের ভাটদানে বাধা দেওয়ার অভিযোগ৷ ঘটনাস্থলে যান ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ সেখানে আক্রান্ত হন তিনি৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷

[ আরও পড়ুন: লোকসভা ভোট LIVE: সকাল থেকে উত্তপ্ত বারাকপুর, মোহনপুরে আক্রান্ত অর্জুন সিং ]

Advertisement

ঘটনার সূত্রপাত, সোমবার সকাল আটটা নাগাদ৷ মোহনপুরের একাধিক বুথে ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ভোটাররা৷ এক মহিলা অভিযোগ করেন, তাঁকে এবং তাঁর ছেলেকে মারধর করা হয়েছে৷ ভয় দেখানো হয়েছে৷ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে৷ তিনি কাঠগড়ায় তোলেন তৃণমূলকে৷ অভিযুক্ত হিসাবে উঠে আসে সেখানকার ওয়ার্ড সদস্য বিশ্বজিৎ সাহা ও পাপ্পু মণ্ডলের নাম৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ ত্রস্ত ভোটারদের বুথে নিয়ে যান তিনি৷ কিন্তু এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের সমর্থকরা৷ অভিযোগ, এরপরই বিজেপি প্রার্থীর উপর চড়াও হয় তৃণমূলআশ্রিত দুষ্কৃতিরা৷ তাঁর ঠোঁট ফেটে রক্ত বেরতে দেখা যায়৷ এমনকী, রাজ্য পুলিশের এর অধিকর্তার সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি৷

[ আরও পড়ুন: ‘বিষ ছড়িয়ে দেব কীট-পতঙ্গ আসবে না’, বিষ্ণুপুরের শক্ত জমিতে নয়া দাওয়াই অনুব্রতর ]

তৃণমূলের তরফে আবার পালটা অর্জুন সিংয়ের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ করা হয়েছে৷ তিনি এসেই এলাকার শান্তিপূর্ণ পরিস্থিতি উত্তপ্ত করেছেন বলে দাবি তৃণমূল কর্মীদের৷ পালটা সন্ত্রাসের অভিযোগ করেছেন অর্জুন সিং-ও৷ তাঁর দাবি, টিটাগড়ের আইসির সামনেই তাঁর উপর হামলা করেছে তৃণমূল৷ বাইরে থেকে লোক এনে ভোট করাচ্ছে শাসকদল৷ ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনেও অভিযোগ জানান বিজেপির প্রার্থী৷ যদিও তার আগেই সম্পূর্ণ ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন৷ এখন উত্তপ্ত এলাকার পরিস্থিতি৷ আতঙ্কে ভুগছেন ভোটাররা৷ সকালেই এই চিত্র হল৷ বেলা গড়ালে কি হলে, তা ভেবেই চিন্তিত তাঁরা৷ যদিও প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement