Advertisement
Advertisement

সাধারণ নির্বাচন ছাড়া স্কুল-কলেজে পুলিশ ক্যাম্প নিষিদ্ধ

পঠন-পাঠনে ক্ষতি হচ্ছে। অভিযোগ পেয়েই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কড়া নির্দেশিকা।

Apart from general election no police camp at WB schools
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2018 9:39 am
  • Updated:July 24, 2018 9:39 am  

দীপঙ্কর মণ্ডল: সাধারণ নির্বাচন ছাড়া স্কুল-কলেজে পুলিশ ক্যাম্প করা যাবে না। ক্যাম্প হওয়ার কারণে পঠন-পাঠনে ক্ষতি হচ্ছে। একাধিক অভিযোগ পেয়েই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কড়া নির্দেশিকা প্রকাশ করেছে।

নিরাপত্তার কারণে বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্কুল বা কলেজে পুলিশকর্মীদের থাকার ব্যবস্থা হয়। পুলিশ মোতায়েন হলে ক্লাস বন্ধ থাকে। ছাত্রছাত্রীদের পঠনপাঠন ব্যাহত হওয়ার এমন একাধিক খবর পৌঁছেছে নবান্নে। পুলিশ চলে যাওয়ার পর শ্রেণিকক্ষে জমে থাকা খাবারের প্যাকেট-সহ জঞ্জাল সাফ করতেও নাজেহাল হতে হয়। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে কোনও কারণে অতিরিক্ত পুলিশ প্রয়োজন হলে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হবে।

Advertisement

[সম্বলহীন বৃদ্ধাকে টাকা ভরতি ব্যাগ ফিরিয়ে দিলেন দুই যুবক]

স্বরাষ্ট্রসচিব জেলাশাসক এবং পুলিশ সুপারদের নির্দেশিকাটি পাঠিয়ে দিয়েছেন। নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি, স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দপ্তরকে। আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, ছাত্রছাত্রীদের বিন্দুমাত্র ক্ষতি হোক তা সরকার চায় না। সাধারণ নির্বাচনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সপ্তাহখানেক আগে থেকে থাকতে শুরু করেন। সেই কারণে ক্লাস বন্ধ থাকে। এছাড়াও কিছু স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র হওয়ায় বেশ কিছুদিন ক্লাস বন্ধ রাখতে হয়। অতিবৃষ্টি হলে ত্রাণ বিতরণের কাজেও স্কুলে বা কলেজে ক্যাম্প হয়।

শিক্ষা দপ্তরের কর্তারা জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় এড়ানো সম্ভব নয়। কিন্তু অন্য কাজে পুলিশের অস্থায়ী ক্যাম্প হলে ছাত্র-ছাত্রীরাই লাভবান হবে। স্কুল বা কলেজে পুলিশ ক্যাম্প তুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও নিরাপত্তার কোনও খামতি হবে না বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। ভিআইপিদের সভামঞ্চের কাছে অস্থায়ী ক্যাম্প গড়ে পুলিশ কর্মীদের রাখার ব্যবস্থা করবে জেলা প্রশাসন। রাজ্য পুলিশের ডিজি পুলিশ সুপারদের এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে।

[নিম্নচাপ সরলেও পিছু ছাড়বে না বৃষ্টি, জল জমে বিপর্যস্ত যান চলাচল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement