সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র দু’টো দিন। তার পরে রাজ্যের চার পুরনিগমে ভোট। আবার এমাসের শেষে রাজ্যের ১০৮ পুরসভায়ও ভোট রয়েছে। অন্যদিকে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। কিন্তু আসন্ন ভোটের আগে যদি আপনার ভোটার আইডি কার্ড হারিয়ে যায়। তাহলে কী করবেন? অন্য কোনও পরিচয়পত্র দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি? কীভাবেই বা ঘরে বসে পেয়ে যাবেন ভোটার কার্ড? রইল তারই হদিশ।
ভোটার কার্ড (Voter ID Card) হারিয়ে গেলে ভোট দেওয়া যায় কি?
উত্তরটা হল হ্যাঁ। ভোটার কার্ড হারিয়ে ফেললেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এই পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনও একটি থাকতে হবে।
কী কী পরিচয়পত্র থাকলে ভোট দেওয়া যায়?
নির্বাচন কমিশন বলছে, আধার কার্ড/পাসপোর্ট/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স/মনরেগা জব কার্ড/ব্যাংক অথবা পোস্ট অফিসের পাসবুক তাতে নিজের ছবি থাকতে হবে, এর মধ্যে যে কোনও একটি কার্ড থাকলেই ভোট দিতে পারবে প্রাপ্তবয়স্ক নাগরিকরা।
এখন অবশ্য ভোটার কার্ড হারিয়ে গেলে চিন্তা নেই। ছুটতে হবে না সরকারি দপ্তরে। বাড়িতে বসেই নিজের স্মার্টফোনে ভোটার কার্ডের ই-সংস্করণ ডাউনলোড করে নিতে পারবেন। গত বছরই এই বিশেষ ব্যবস্থা চালু করেছে কমিশন। E-EPIC বা ভোটার কার্ডের ই-সংস্করণে (Digital Voter ID Card) ভোটারদের যাবতীয় তথ্যই থাকবে যার ভিত্তিতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা।
বলে রাখা দরকার, ভোটার কার্ডে থাকা এপিক নম্বরটি কোথাও লিখে রাখুন কিংবা মনে রাখুন। কার্ড হারিয়ে গেলে এই নম্বর দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন ই-কার্ড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.