সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাসতের অনুপম সিং হত্যা মামলায় স্ত্রী মনুয়া মজুমদার ও তাঁর প্রেমিক অজিত রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল বারাসত আদালত৷ সঙ্গে আর্থিক জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে৷ অনাদায়ে আরও এক বছর কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে৷
[ আরও পড়ুন: মহাধুমধামে জামুড়িয়ায় ব্যাঙের বিয়ে! শুভবিবাহ সম্পন্ন হতেই ঝেঁপে নামল বৃষ্টি ]
যদিও এই রায়ে খুশি নন বলেই জানিয়েছেন মৃত অনুপম সিংয়ের বাবা-মা৷ তাঁদের দাবি, ‘‘আমরা ফাঁসি চেয়েছিলাম৷ কিন্তু বিচারক যাবজ্জীবন দিয়েছেন৷ বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা উঠে গিয়েছে৷ আমরা সুবিচার পেলাম না৷’’ বৃহস্পতিবার মৃতের স্ত্রী মনুয়া মজুমদার ও তাঁর প্রেমিক অজিত রায়কে দোষী সাব্যস্ত করে বারাসত ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্ট। মনুয়া ও অজিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছিল অনুপমের পরিবার। প্রসঙ্গত, ২০১৭-র ২ মে পরকীয়ার কারণে নৃশংস এই খুনের ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে। স্ত্রীর প্রেমিকের হাতে খুন হন স্থানীয় ব্যবসায়ী অনুপম সিং। তদন্তকারীরা জানান, অনুপমকে খুন করার জন্য আগে থেকেই তাঁর বাড়িতে লুকিয়ে ছিল স্ত্রী মনুয়ার প্রেমিক অজিত। অনুপম বাড়িতে ফিরতেই পিছন থেকে তাঁর মাথায় আঘাত করে সে। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যবসায়ীরা। দেহটি বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায় খুনি। বাড়িতে ঢুকতে গিয়ে অনুপম সিংয়ের দেহটি প্রথম দেখতে পান তাঁর এক ভাই। তদন্তে নেমে মৃতের স্ত্রী মনুয়াকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর তাতেই এই খুনের রহস্যভেদ হয়।
[ আরও পড়ুন: কাটমানি খাওয়া নেতাদের কান ধরে ওঠবোস করানোর নিদান রাহুল সিনহার ]
পুলিশ সূত্রে খবর, মনুয়াকে জেরা করে তার প্রেমিক অজিতের সন্ধান পান তদন্তকারীরা। দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। শেষপর্যন্ত চাপের মুখে ভেঙে পড়ে অজিত। অপরাধ স্বীকার করে নেয় সে। যদিও নিজের অবস্থানে অনড় ছিল মনুয়া। কিন্তু প্রেমিক দোষ স্বীকার করে নেওয়ায় আর রেহাই পায়নি ওই গৃহবধূ। মামলা দায়ের করা হয় বারাসত ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টে। প্রায় দেড় বছর ধরে শুনানি চলার পর, বৃহস্পতিবার অনুপম সিংয়ের স্ত্রী মনুয়া ও তার প্রেমিক অজিত রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। এবং শুক্রবার হল সাজা ঘোষণা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.