Advertisement
Advertisement

Breaking News

Anupam Hazra

উপরতলার নির্দেশে ভুয়ো সদস্য সংগ্রহে বঙ্গ বিজেপি! শাহের ‘হোম টাস্ক’ নিয়ে সুকান্তদের খোঁচা অনুুপমের

একের পর এক বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন বিজেপি নেতা অনুপম হাজরা।

Anupam Hazra slams Bengal BJP over membership campaign
Published by: Paramita Paul
  • Posted:November 18, 2024 9:42 pm
  • Updated:November 18, 2024 9:42 pm  

দেব গোস্বামী, বোলপুর: এমনিতেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্ধারিত সদস্য সংখ্যা সংগ্রহ করতে কালঘাম ছুটছে বঙ্গ বিজেপি নেতৃত্বের। এবার কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন বোলপুরের বিজেপি নেতা অনুপম হাজরা। মিসড কল দিয়ে বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযানের টার্গেট পূরণ নিয়ে সোশাল মিডিয়ায় শ্লেষ উগড়ে দিলেন।

ফেসবুকে অনুপম লিখেছেন,’টার্গেট পূরণ করার তাগিদে বঙ্গ বিজেপির সংগঠনের মাথায় বসে থাকা কোলা ব্যাঙের নির্দেশে নেতারা ৫-৬ টি করে বিভিন্ন সিম কার্ড তুলছেন। হায়রে ঢপের সংগঠন।’ দল বিরোধী মন্তব্যে বিপাকে বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, নভেম্বরে মধ্যে ১ কোটি সদস্য সংগ্রহ অভিযান শেষ করতে হবে বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সময়সীমা বেঁধে দিয়েছেন। সেই লক্ষ্যেই প্রতিদিন বিভিন্ন বিধানসভা এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঘুরে সদস্য সংগ্রহ করছেন বিজেপির কর্মী-সমর্থকরা। এবার সেই অভিযানকেই কটাক্ষ করলেন অনুপম। বললেন, “মিসড কল দিয়ে সদস্য পূরণের টার্গেটের বাজিমাত কার্যত অসম্ভব। কারণ এর আগেও মিসড কলের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছিল বিজেপি। কিন্তু জোর করে সদস্য করলেও বর্তমানে সিংহভাগ সদস্যই কার্যত বেপাত্তা। যুব সমাজকে নতুন করে কোনও দিশাই দেখাতে পারেনি বঙ্গ বিজেপি।” তাঁর আরও অভিযোগ, “বুথ, মণ্ডল স্তরে যে তথ্য দিল্লিকে পাঠানো হয়েছে সেখানেও গরমিল। রাজ্যে ৪২ টি সাংগঠনিক জেলায় তথ্য সংগ্রহ করতেও গোজামিল রয়েছে। রিপোর্টেও স্বচ্ছতা নেই। শুধুমাত্র কেন্দ্রের নেতাদের খুশি করতেই সংগঠনের শক্তি বৃদ্ধির নাম করে কোনও রকমে সদস্যপদ পূরণ।”

Advertisement

 

 

সম্প্রতি, বেশ কিছুদিন ধরেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাঁর জেরেই বিজেপির শীর্ষ নেতৃত্ব সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ হারিয়েছেন। পদ চলে গেলেও অনুপম বিজেপিতেই আছেন। যদিও এ প্রসঙ্গে বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে তৃণমূল অনুপমের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের জেলার কোর কমিটির সদস্য তথা সভাধিপতি কাজল শেখ জানান,”অনুপম শিক্ষিত ছেলে। ভালো ছেলে। স্বভাবতই তিনি সদস্যপদ নিয়ে সোশাল মাধ্যমে যা পোস্ট করেছেন যথার্থ সঠিক। সদস্যপদ এভাবে হয় না। মাঠে ময়দানে নেমে মানুষের পাশে থেকে মানুষের মন জয় করতে হবে। বিজেপির জেলায় কোনও অস্তিত্ব নেই। আর মিসড কল দিয়ে সদস্যপদ করানো ছাড়া আর কোনও পথ নেই। হাস্যকর ছাড়া আর কিছুই নয়।” তবে অনুপমের বক্তব্যে জোর চর্চা শুরু হয়েছে বিজেপির অন্তরেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement