Advertisement
Advertisement

Breaking News

Anupam Hazra

‘সবার বাড়ি গিয়ে চিকিৎসা করবেন তো?’, অনুব্রত ইস্যুতে সরকারি চিকিৎসকদের প্রশ্ন অনুপমের

মঙ্গলবার বোলপুর হাসপাতালের চিকিৎসকরা বাড়ি গিয়ে পরীক্ষা করেন অনুব্রত মণ্ডলকে।

Anupam Hazra Slams Anubrata Mandal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 9, 2022 6:47 pm
  • Updated:August 10, 2022 12:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসকেএমে (SSKM) শারীরিক পরীক্ষার পর বোলপুর হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসা করেন তৃণমূল নেতা। সেই ইস্যুতে এবার তৃণমূল নেতাকে বিঁধলেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। নিশানা করলেন সরকারি হাসপাতালের চিকিৎসকদেরও। এদিকে আগামিকালও অনুব্রত মণ্ডল সিবিআই দপ্তরে হাজিরা দেবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

মঙ্গলবার সকালে অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করতে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসকদের একটি দল যায় সেখানে। চেক আপের পর চিকিৎসকরা বলেন, অনুব্রতর শারীরিক সমস্যা বেড়েছে। তাঁকে ক’দিন বিশ্রামে থাকতে হবে। সেই প্রসঙ্গেই ফেসবুক পোস্ট করেন বিজেপি নেতা অনুপম হাজরা। লেখেন, “এতদিন জানতাম সরকারি চিকিৎসা পেতে গেলে সরকারি হাসপাতালে যেতে হত। কিন্তু SSKM প্রত্যাখ্যাত সম্পূর্ণভাবে সুস্থ বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতার ক্ষেত্রে ঘটেছে ঠিক উলটোটা। বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ডাক্তাররা ডিউটির সময় হাসপাতাল ছেড়ে বাড়িতে গিয়ে পরিষেবা দি্ছেন, তাঁকে সিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য।”

Advertisement

 

[আরও পড়ুন: ‘আমি মন্দিরে বসেও রাজনীতি করি’, কবিগুরুর প্রয়াণ দিবসে বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যে বিতর্ক

এরপরই তিনি প্রশ্ন তোলেন, আমজনতা অসুস্থ হলে হাসপাতালের চিকিৎসকরা বাড়ি গিয়ে পরিষেবা দেবেন তো? সরকারি হাসপাতালের চিকিৎসদের অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়ে পরিষেবা দেওয়ার বিষয়টা মোটেও ভালভাল নেয়নি আমজনতাও।

এদিকে আগামিকাল ফের অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। মঙ্গলবার বাড়িতে নোটিস দিয়ে আসা হয়েছে। তবে মনে করা হচ্ছে, অসুস্থতার কারণ দেখিয়ে আগামিকালও সিবিআই হাজিরা এড়িয়ে যেতে পারেন অনুব্রত মণ্ডল। শোনা যাচ্ছে, মঙ্গলবার রাতেই ইমেলে আরও কয়েকদিন সময় চেয়ে নিতে পারেন অনুব্রত। তবে এবিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

[আরও পড়ুন: গরুপাচার মামলায় CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম বিকাশ মিশ্র, অনুব্রত ঘনিষ্ঠ সায়গলের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement