Advertisement
Advertisement

Breaking News

Anupam Hazra

ঘরেও চোর, বাইরেও চোর! পদ হারানোর পরেও বর্ষশেষে ইঙ্গিতপূর্ণ পোস্ট অনুপমের

অনুপম হাজরার পোস্ট নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে শুরু জোর চাপানউতোর।

Anupam Hazra shares cryptic post on year end । Sangbad Pratidin

ফের বেসুরো অনুপম হাজরা

Published by: Sayani Sen
  • Posted:December 31, 2023 1:49 pm
  • Updated:December 31, 2023 1:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদ হারানোর পরেও ফের বেসুরো অনুপম হাজরা। বর্ষশেষে কী শিখলেন তা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতার। রাজনৈতিক মহলের মতে, ওই পোস্টের মাধ্যমে নাম না করে গেরুয়া শিবিরকেই খোঁচা দিয়েছেন তিনি।

সোশাল মিডিয়ায় অনুপম লেখেন, “অন্যের বাড়িতে চোর দেখলেই গলা ফাটিয়ে এমন জোরে চিৎকার করুন যাতে লোকজন ধারণাও না করতে পারে যে আপনি নিজের বাড়িতেও বেশ কিছু চোর পুষে রেখেছেন!!!” পোস্টটির একেবারে উপরে লিখেছেন, “লার্নিং ফ্রম ২০২৩”। পোস্টটিতে হ্যাশট্যাগ দিয়ে ‘স্বচ্ছ ভারত’, ‘স্বচ্ছ রাজনীতি’ লেখেন অনুপম হাজরা।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বজুড়ে শুরু হতে পারে হৃদরোগের মহামারী! আতঙ্ক ছড়াচ্ছে করোনার JN.1 উপরূপ]

অনুপম হাজরার পোস্ট নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে শুরু জোর চাপানউতোর। নাম না করে কী তবে গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক, রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে বার বার তৃণমূলকে তোপ দেগেছে বিজেপি। নাম না করলেও এবার কী তবে পালটা বিজেপির উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন অনুপম, জল্পনা তুঙ্গে।

[আরও পড়ুন: SSKM-এ মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার নিয়ে ‘মিথ্যাচার’ শুভেন্দুর, কড়া জবাব দিল তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement