Advertisement
Advertisement

Breaking News

Anubrata Mondal

‘ঘরে বসে দলের কাজ চলবে না’, কোর কমিটি বাদ দিয়ে জেলা বৈঠকে কড়া বার্তা অনুব্রতর

অনুব্রতর ডাকা বৈঠকে অনুপস্থিত কাজল শেখ, এনিয়ে জেলার অন্দরে শুরু হয়েছে গুঞ্জন।

Anubrata Mondal's strict messege to the TMC workers not to sit into the room ahead of Assembly election
Published by: Sucheta Sengupta
  • Posted:March 25, 2025 9:22 pm
  • Updated:March 25, 2025 9:30 pm  

নন্দন দত্ত, সিউড়ি: ভোটার তালিকা সংশোধনে ঢিলেমি নয়, ঘরে বসে কাজ চালালে হবে না। যারা ঘর থেকে দল চালানোর চেষ্টা করছেন, তাঁদের থেকে সতর্ক হোন। মঙ্গলবার বোলপুরে তৃণমূলের জেলা কমিটির বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বোলপুরে তৃণমূল জেলা পার্টি অফিসে অঞ্চল সভাপতি এবং ৯ টি শাখা সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক হয়। গত শনিবার কোর কমিটির বৈঠকে অনুপস্থিত থাকলেও এদিন জেলা কমিটির বৈঠক পরিচালনা করেছেন অনুব্রত মণ্ডল। উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষও। কিন্তু অনুপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ। ধর্মস্থানে বেড়াতে যাওয়ায় এদিনের বৈঠকে ছিলেন না বিধায়ক অভিজিৎ সিংহও। অনুব্রতর ডাকা বৈঠকে কাজল শেখের অনুপস্থিতি নিয়ে জেলার রাজনৈতিক অন্দরে কানাঘুষো শুরু হয়েছে।

আগামী ১৬ এপ্রিল থেকে অনলাইনে নাম তোলার কাজ শুরুর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার আগেই ব্লক ও অঞ্চল স্তরে ভোটার সংশোধনী কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকের শুরুতেই অনুব্রত মণ্ডল সাফ জানিয়ে দেন, এই কমিটি কেবল ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। দরকারে ব্লকের সাংগঠনিক যে কমিটি আছে তাঁকে সাহায্য করবে। কিন্তু কখনই নিজেদের সমান্তরাল বা তাঁদের উর্ধ্বে ভাববে না। তাঁর নির্দেশ, ‘‘ঘরে বসে যে সব নেতা দল পরিচালনা করেন, তাঁরা সতর্ক হয়ে যান। আগামী নির্বাচন পর্যন্ত ঘরে বসে থাকা চলবে না।’’ এদিনের বৈঠকে জানিয়ে দেওয়া হয়, ৩৮১ টি ভোটারের নাম দু’জায়গায় পাওয়া গিয়েছে। সেগুলির সংশোধন দরকার। একইভাবে যাঁরা বুথ পর্যায়ে কমিটির সদস্য থাকবেন, তাঁরাই পোলিং এজেন্ট হবে এমন কোনও নিশ্চয়তা নেই।

Advertisement

তৃণমূলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ভোটার তালিকা সংশোধনের সময় খুব সতর্কতার সঙ্গে নজরদারি চালাতে হবে। অনলাইনে নাম তোলার আবেদনপত্র প্রতিদিন টাঙিয়ে দেবে কমিশন। সেগুলিতে নজরদারি করতে হবে। বছরে চারবার ভোটার তালিকা সংশোধনের পর প্রকাশ করা হয়। আগের ভোটার তালিকার সঙ্গে সেগুলিকে তুলনামূলকভাবে মিলিয়ে দেখে নিতে হবে।’’ এদিনের বৈঠকে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ কর্মীদের সাংগঠনিক নির্দেশ দেন। সমগ্র বৈঠকে তৃণমূল নিয়োজিত ভোট সমীক্ষক দলের কর্মীরা উপস্থিত ছিলেন। কমিটি গঠনের পরে তাঁরা এলাকার দায়িত্ব ও কাজ তদারকির জন্য সমীক্ষক দলের কর্মীরা দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবে বলে বৈঠকে জানিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, সদ্য নির্বাচিত অন্য রাজ্যের ভোটে বিজেপি অনলাইনে ভুয়ো ভোটারের নাম তুলে সেখানে রাজ্য দখল করেছে বলে অভিযোগ তৃণমূলের। তাই হোলির দিনে কর্মীদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে কর্মীদের ভোটার তালিকা নিয়ে সতর্কতার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশিত পথে এই কমিটি গঠন হবে। শুধু তাই নয় কর্মীদের কাজের গতিবিধি নজরে রাখতে সিউড়িতে একটি বেসরকারি হোটেলে দফতর খুলে তার সমীক্ষার কাজ শুরু করেছে ভোট সমীক্ষক দল। ফলে কার্যত জেলা কমিটির বৈঠকের পরেই মাঠে নেমে পড়তে হবে তৃণমূল কর্মীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement