Advertisement
Advertisement

Breaking News

Birbhum

কাজল শেখের ‘গর্জন’, কোর কমিটির বৈঠকের দিন ঘোষণা হতেই নিজের বৈঠক বাতিল অনুব্রতর

শনিবার জেলা কমিটির বৈঠক ডেকেছিলেন অনুব্রত, কোর কমিটির বৈঠক ঘোষণা হতেই তিনি তা বাতিল করে দেন।

Anubrata Mondal cancels district level meeting after Core Committee of Birbhum announces meeting influenced by Kajal Sheikh

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 20, 2025 8:57 pm
  • Updated:March 20, 2025 8:57 pm  

নন্দন দত্ত, সিউড়ি: যৌথ সিদ্ধান্তেই দল পরিচালনা করতে হবে। এই দাবিতে কাজল শেখ অনড় থাকায় আগামী শনিবার বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক ডাকলেন আহ্বায়ক তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বোলপুর তৃণমূলের জেলা দপ্তরে বিকেল তিনটে নাগাদ সেই বৈঠক ডাকা হল। রাজ্য থেকে নির্বাচনী কমিটি চূড়ান্ত করে পাঠানোর ক্ষেত্রে একমাত্র বীরভূমেই নিয়মের কিছুটা শিথিলতা দিল রাজ্য কমিটি। কোর কমিটির বৈঠকের পর সেই তালিকা রাজ্য কমিটির কাছে পাঠানো হবে। তবে ওই দিনই বোলপুরে জেলা কমিটির বৈঠক ডেকেছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই বৈঠক ডাকার কয়েকঘন্টার মধ্যে জেলা কমিটির বৈঠক বাতিল করা হল।

Advertisement

গত ডিসেম্বরে রামপুরহাটে জেলা কোর কমিটির বৈঠকের তিনমাস পরে আগামী শনিবার বোলপুরে ফের বৈঠক ডাকা হল। যাকে ঘিরে চরম অস্বস্তি তৈরি হয়েছিল দলে। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়ে দিয়েছিলেন, ‘‘কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। তিনি যেদিন বৈঠক ডাকতে বলবেন সেদিনই আমি বৈঠক ডাকব।’’এদিকে বুধবার দুপুরে কোর কমিটির বৈঠক না ডেকে জেলা কমিটির বৈঠক ডাকেন অনুব্রত মণ্ডল। তাতে দলের ন’টি বিভাগকে ডাকা হয়। সাংসদ থেকে শাখা সংগঠনের সবাইকে। উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো জেলায় নির্বাচনী কমিটি তৈরি করা।

এদিকে, দলের পক্ষে জেলা নির্বাচনী আধিকারিক তথা ডিএল এ ওয়ান হিসাবে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক দীপক রায়ের নাম নিয়ে বিধানসভায় হাজির হন। দলের পক্ষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সেই নাম জমা দিতে গেলে সিউড়িতে ক্ষোভে ফেটে পড়েন কোর কমিটির সদস্য তথা জেলা সভাধিপতি কাজল শেখ। তিনি রাজ্য নেতৃত্বকে জানিয়ে সিউড়িতে নিজের চেম্বারে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দেন। দাবি করেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দল পরিচালনায় জেলা কোর কমিটিকে গুরুত্ব দিয়েছেন, সেখানে তাদেরকে এড়িয়ে গিয়ে জেলা কমিটি ডাকা হচ্ছে। কোনও আলোচনা ছাড়া একজনের নাম রাজ্যে পাঠান হচ্ছে। যা দলনেত্রীর নির্দেশকে অমান্য করা হচ্ছে। ফের ব্যক্তি নির্ভর হয়ে পড়ছে দল।’’

কিন্তু তাঁর এই বক্তব্যে সংগঠনের ক্ষতি হচ্ছে। কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। বিরোধীরা কি এর সুবিধা নেবে না? এই প্রশ্ন শুনে দুবরাজপুরে কাজল শেখের সপাট জবাব, ‘‘বীরভূমে বিরোধী আছে বলে আমি মনে করি না। কোর কমিটি পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন পরিচালনা করেছে। দুটি ভোটে কোনও কাটাকাটি, খুনোখুনি, বোমাবাজি, গোলাগুলির ঘটনা হয়নি। কিন্তু ফের জেলায় তা শুরু হয়েছে। তাই শক্ত হাতে দলকে ঠিক রাখতে হবে। সে জন্যই কোর কমিটির বৈঠক ডাকা দরকার। তা না হলে অন্যায় দেখলে আমি গর্জে উঠব।’’ এদিকে কাজল শেখ গর্জে উঠতেই বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে জেলার বিধায়ক তথা কোর কমিটির সদস্যরা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহরা আলোচনায় বসেন। সেখানেই সিদ্ধান্ত হয়, শনিবার কোর কমিটির বৈঠকের। তারপরেই অনুব্রতর ডাকা জেলা কমিটির বৈঠক বাতিল করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub