দেব গোস্বামী, বোলপুর: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে দেখা গেল ঐক্যের ছবি। বৈঠকে মুখোমুখি অনুব্রত মণ্ডল, কাজল শেখ! শনিবার লাভপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠকে দেখা গেল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সুদীপ্ত ঘোষ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় – সকলকেই। তবে মধ্যমণি অনুব্রতই। তাঁকে মাঝে রেখে বাকিরা বসলেন আলোচনায়। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কেষ্ট ও কাজলের মুখোমুখি হওয়া। বীরভূম জেলার সংগঠনের ভার কোর কমিটির হাতেই থাকবে। সকলকে সমন্বয় রেখে সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। মমতা-অভিষেকের এই বার্তার পর শনিবার কোর কমিটির বৈঠকে অনুব্রত ও কাজল শেখের মুখোমুখি বসা একতার বার্তা দিল।
গরু পাচার মামলায় প্রায় দেড় বছর পর জামিনে মুক্ত হয়ে জেলায় ফিরেছেন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পুজোর আগে জেলায় ফেরার পরই রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছেন কেষ্ট। পুজোর পর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে অনুব্রতকে। তা নজরে পড়ায় কিছুটা ক্ষুব্ধ হন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির সঙ্গে সমন্বয় না রেখে কেন কেষ্ট আলাদা করে দলীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছে? এই প্রশ্ন তুলে কড়া বার্তা দিয়েছিলেন দলনেত্রী। অনুব্রতর জেলা সভাপতির পদকে গুরুত্ব দিয়েও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বীরভূমে শাসকদলের সংগঠনের দায়িত্ব কোর কমিটিরই। তাই সকলকে সমন্বয় রেখে চলতে হবে।
এছাড়া দীর্ঘদিন ধরে কোর কমিটি বৈঠকও করেনি। সংগঠনের কাজ এগোবে কীভাবে? এই প্রশ্ন তুলে কোর কমিটির সমস্ত সদস্যকে দ্রুত বৈঠকে বসার নির্দেশও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অভিষেকও সওয়াল করেন, কোর কমিটির নেতৃত্বে বীরভূমে লোকসভা ভোটে ভালো ফল হয়েছে। তাই তাদের হাতেই সংগঠনের ভার থাকা ভালো। তবে কোর কমিটির দুই সদস্য কাজল শেখ ও অনুব্রতর মধ্যে সম্পর্কে টানাপোড়েনের কারণে সমন্বয়ের অভাব দেখা দেয়। আর তাতেই হস্তক্ষেপ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছিলেন, কোনও দ্বন্দ্ব নয়, হাতে হাত ধরে একসঙ্গে কাজ করতে হবে। সামনে ২০২৬-এ বিধানসভা নির্বাচন। বীরভূমের ঘাসফুলের দাপট অক্ষুণ্ণ রাখতে হবে, তাতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব-কাঁটা বরদাস্ত করা হবে না। এর আগে দলের বিভিন্ন বৈঠকে কখনও কাজল শেখ, কখনও অনুব্রত গরহাজির ছিলেন। কিন্তু এবারের কোর কমিটির বৈঠকে দুজনেই মুখোমুখি হয়ে ঐক্য়ের বার্তা দিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.