সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী ১২ এপ্রিল দিল্লির সদর দপ্তরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয়বারের তলবে অনুব্রতকন্যা আদৌ দিল্লিতে যাবেন কিনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
গরু পাচার মামলায় গত বছরের আগস্টে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর তাঁর বর্তমান ঠিকানা দিল্লি। গ্রেপ্তারির পর থেকে নামে বেনামে অনুব্রতর একাধিক সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। হন্যে হয়ে সম্পত্তির উৎসের খোঁজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার নামেও বহু সম্পত্তির খোঁজ মিলেছে। তিনি পেশায় স্কুলশিক্ষিকা। প্রশ্ন উঠছে, একজন স্কুলশিক্ষিকা কীভাবে এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন। তাই আগেও তাঁকে জেরার মুখে পড়তে হয়েছিল।
গত মাসেও দিল্লিতে তলব করা হয় সুকন্যাকে। সেই সময় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান অনুব্রতকন্যা। বাবা এবং মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করা সম্ভব হয়নি। আগামী বুধবার ইডি’র তলবে আদৌ অনুব্রতকন্যা দিল্লি পাড়ি দেন কিনা, সেটাই এখন দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.