Advertisement
Advertisement

Breaking News

Anubrata Mandal

‘নতুন বছর ভাল যাক, মানুষের উপকার হোক’, জেল থেকে নববর্ষের শুভেচ্ছা অনুব্রতর

স্বাস্থ্যপরীক্ষা করাতে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রতকে।

Anubrata Mandal wishes Happy New Year from from jail | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 24, 2022 3:56 pm
  • Updated:December 24, 2022 4:03 pm  

নন্দন দত্ত, সিউড়ি: রাজ্য়বাসীকে নতুন বছর শুভেচ্ছাবার্তা জানালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। শনিবার স্বাস্থ্যপরীক্ষার জন্য থানা থেকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে। জেল থেকে বেরনোর পথে তিনি জেলা-সহ রাজ্য়বাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান। বলেন, “নতুন বছর সবার ভাল যাক। বীরভূম জেলার ভাল যাক। রাজ্যের সকলের ভাল যাক।”

এদিন স্বাস্থ্যপরীক্ষার জন্য় থানা থেকে দুবরাজপুরে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। থানা থেকে বেরনোর সময় নতুন বছরের শুভেচ্ছা জানান অনুব্রত। বলেন, “নতুন বছর ভাল যাক। বীরভূম জেলার সকলের ভাল হোক। রাজ্য়ের সকলের ভাল হোক।” এদিন আকাশি পাঞ্জাবি, সাদা পাজামার উপর সাদা চাদর জড়িয়ে হাসপাতালে আসেন অনুব্রত। বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় তাঁকে। হাসপাতালে ঢোকার সময়ও নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। বলেন, “নতুন বছর ভাল কাটুক। মানুষের উপকার হোক।”

Advertisement

[আরও পড়ুন: গরু পাচারকারী সন্দেহে বিএসএফের গুলি, কোচবিহার সীমান্তে যুবকের মৃত্যু নিয়ে শোরগোল]

জানা গিয়েছে, অনুব্রতর অনুরোধে ও আদালতের নির্দেশে থানায় তাঁর সঙ্গে একজন মেডিক্যাল অ্যাসিট্যান্ট রাখা হয়েছে। নেতার দেখভাল করছেন তিনিই। এদিন রুটিনমাফিক স্বাস্থ্যপরীক্ষা করাতে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রতকে। 
 

প্রসঙ্গত, গরুপাচার মামলায় অনুব্রতকে গ্রেপ্তারের পর থেকেই রহস্যের শিকড়ে পৌঁছনোর মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে জেরার আবেদন জানিয়েছিল। অনুমতি মিললেও শেষে দুরবাজপুরে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় অনুব্রতকে। ফলে তাকে দিল্লি নিয়ে যাওয়া যায়নি।

[আরও পড়ুন: ‘তৃণমূলকে খুশি করতে চৈতালিকে মানসিক হেনস্তা পুলিশের’, জেরা নিয়ে তোপ জিতেন্দ্রর]

গত চারমাস অনুব্রত জেলায় নেই। আদালতে বিচারকের রায়ে সাতদিন দুবরাজপুর পুলিশ হেফাজতের নির্দেশ পেতেই হাঁফ ছেড়ে বাঁচেন জেলার নেতারা। পুলিশ ক্যাম্পাসে সিসি ক্যামেরার নিচে অনুব্রতকে রাখার নির্দেশ দেওয়া হয়। থানার এসআইদের থাকার একটি ঘরকে আপাতত গারদ হিসাবে বেছে নিয়ে রাখা হয় তাঁকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement