সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনু্ব্রত মণ্ডলের রাইস মিলে সারি সারি গাড়ি, কোটি কোটি টাকার খোঁজ পেয়েছে সিবিআই। প্রয়াত স্ত্রী এবং মেয়ের নামে একাধিক জমিও অনুব্রত কিনে রেখেছিলেন বলেই খবর। তবে তা সত্ত্বেও অনুব্রতর সাফাই, “আমার কোনও বেনামি সম্পত্তি নেই। ওরা তদন্ত করে দেখুক।”
শুক্রবার বোলপুরের কালিকাপুরে ৭০ বিঘা জমির উপর তৈরি অনুব্রত মণ্ডলের রাইস মিলে হানা দেয় সিবিআই। ভোলে ব্যোম রাইস মিল থেকে একটি মোটর বাইক-সহ ৬টি গাড়ির খোঁজ পান আধিকারিকরা। প্রায় ৬ ঘণ্টারও বেশি তল্লাশি চালিয়ে সেখান থেকে বেশ কিছু নথিপত্রও পেয়েছেন তদন্তকারীরা। ওই নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, কালিকাপুরে একাধিক এবং গয়েশপুর মৌজায় মোট ২৮টি জমির খোঁজ পেয়েছে সিবিআই। তার মধ্যে ১৫টি জমির মালিক হিসাবে নাম রয়েছে অনুব্রতর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের। বাকি ১৩টি জমির মালিক অনুব্রতর মেয়ে সুকন্যা। ওই জমিগুলি ২০১৪-২০১৭ সালের মধ্যে কেনা হয়েছিল। সূত্রের খবর, বীরভূম, পুরুলিয়ার চালকলে লগ্নিও করেছিলেন অনুব্রত। গরু পাচারের টাকাতেই এই জমিগুলি কেনা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা।
এদিকে, অনুব্রতর ১০ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে শনিবারই। আসানসোলের বিশেষ আদালতে তোলা হবে তাঁকে। কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে আসানসোলের উদ্দেশে রওনা দিয়েছে সিবিআই। আর কিছুক্ষণের মধ্যেই আদালতে পেশ করা হবে অনুব্রতকে। ফের সিবিআই নাকি এবার জেল হেফাজত হবে অনুব্রতর, সেদিকে তাকিয়ে সকলে। তবে সূত্রের খবর, একাধিক যুক্তি দেখিয়ে অনুব্রতর জামিনের পক্ষেই সওয়াল করবেন তাঁর আইনজীবীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.