Advertisement
Advertisement
অনুব্রতর হুংকার

‘কেউ অশান্তি করতে এলে গরুর মতো পেটান’, নয়া নিদান অনুব্রতর

দিল্লির হিংসার বিরুদ্ধেও সরব বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।

Anubrata Mandal jibes at BJP workers from Aushgram public meeting
Published by: Paramita Paul
  • Posted:March 5, 2020 9:06 pm
  • Updated:August 7, 2021 12:33 pm  

ধীমান রায়, আউশগ্রাম: পাঁচন-ডাঙের পর এবার গরু পেটানোর দাওয়াই দিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার আউশগ্রামে এলাকার ছোড়ার হাটতলার সভা থেকে অনুব্রতর হুঁশিয়ারি, “বিজেপির কথা শুনে কেউ ঝামেলা করবেন না। যদি কেউ খামোখা ঝামেলা করতে আসে, তাহলে তাদের গরু পেটানোর মতো পেটান।” যদিও বেফাঁস মন্তব্য করে ফেলেছেন বুঝেই সঙ্গে সঙ্গে ‘ভুল’ শুধরে নেন তৃণমূল জেলা সভাপতি। বলেন, “কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। ঝামেলা করলে পুলিশকে জানান। বিডিওকে জানান।”

এদিন জনসভা থেকে অনুব্রত মণ্ডল এনআরসি, সিএএ ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর সাফ কথা, পশ্চিমবঙ্গে NRC হতে দেওয়া হবে না। দিল্লির হিংসার বিরুদ্ধেও সরব হন অনুব্রত। জনসভার মঞ্চ থেকে অনুব্রত বলেন,”দিল্লিতে হিংসায় এত মানুষের প্রাণ গেল অথচ দেশের প্রধানমন্ত্রী কোনও দুঃখপ্রকাশ করে বলে বিবৃতি দিলেন না। তিনি বলতে পারলেন না, ‘দিল্লির ঘটনার জন্য হোলি খেলব না।’ আসলে প্রধানমন্ত্রী দেশের মানুষের কথা ভাবেন না।” পাশাপাশি অনুব্রতর হুঙ্কার, “আমরা জানি কীভাবে বধ করতে হয়। আবার কীভাবে বশ করতে হয়। আমরা পশ্চিমবঙ্গে কোনওভাবেই NRC হতে দেব না।” জেলার বিভিন্ন এলাকায় অশান্তি নিয়ে এদিন বিজেপিকে একহাত নেন অনুব্রত। আউশগ্রামের সভা থেকে তিনি বলেন,”কিছুদিন আগে এখানে বিজেপির সঙ্গে ঝামেলা হয়েছিল। বিজেপির কথা শুনে কেউ ঝামেলা করবেন না। যদি কেউ খামোখা ঝামেলা করতে আসে তাদের গোরুপেটানো করে পেটান।”

Advertisement

[আরও পড়ুন : ‘আমরা করোনা আক্রান্ত নই’, মুরগির গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে অভিনব প্রচার ব্যবসায়ীদের]

রেশন ডিলারদের একাংশের বিরুদ্ধে এদিন সরব হন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “আমি জানি, অনেক ডিলার রয়েছে যারা একদিন মাল দেন। তারপর কেউ মাল নিতে গেলে তাঁদের মাল দিতে চান না। কিন্তু ডিলাররা আটা ছাড়া বাকি সব মাল একমাসের পাওনা তুলে আনেন।” একইসঙ্গে এলাকাবাসীর উদ্দেশে তাঁর বার্তা, “ডিলাররা ঠিকঠাক রেশন না দেয়, সপ্তাহে চারদিন দোকান না খোলেন তাহলে বিডিওকে জানান। কাজ না হলে আমাকে জানাবেন।আমি বুঝে নেব।”
ছবি: জয়ন্ত দাস।

[আরও পড়ুন : ‘আমরা করোনা আক্রান্ত নই’, মুরগির গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে অভিনব প্রচার ব্যবসায়ীদের]

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement