নন্দন দত্ত, বীরভূম: জেলে বসেই দল চালাচ্ছেন অনুব্রত মণ্ডল! বিরোধী দলনেতা একাধিকবার এমন অভিযোগ করেছেন। এবার একই সুর তৃণমূলের বীরভূমের কোর কমিটির সদস্য কাজল শেখের গলায়। বিস্ফোরক দাবি করলেন তিনি। বললেন, জেলে বসে ফোনে নির্দেশ দিচ্ছেন অনুব্রত, সেই মতোই কাজ চলছে বীরভূমে। তাঁর এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। কতটা সত্য এই দাবি, তা নিয়ে শুরু জল্পনা।
অনুব্রত মণ্ডলের সঙ্গে কোনওদিনই সুসম্পর্ক ছিল না কাজল শেখের। তবে অনুব্রতহীন বোলপুর দায়িত্ব বেড়েছে তাঁর। কোর কমিটিতে জায়গা করে নিয়েছেন তিনি। রবিবার নানুরের বন্দর এলাকা অর্থাৎ নিজের পুরনো পঞ্চায়েত এলাকায় সভা করতে যান কাজল শেখ। সেখানে দাঁড়িয়েই বিস্ফোরক দাবি করেন তিনি। বলেন, জেলে বসেই দলের সহ-সভাপতি তথা কোর কমিটির কনভেনার বিকাশ রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখছেন অনুব্রত মণ্ডল। তাঁর নির্দেশেই নাকি চলছে দল। এমনকী কমিটির মেম্বাররা দলের নিয়ম মানছেন না বলেও দাবি করেন তিনি।
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শনিবার কোর কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠক শেষের আগেই সেখান থেকে বেরিয়ে যান কাজল। তাঁর দাবি, ওই দিনের বৈঠকেই বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন যে অনুব্রতর নির্দেশেই চলছে দল। প্রমাণ পেতে বিকাশবাবুর ফোন পরীক্ষা করার কথাও বলেন তিনি। এ প্রসঙ্গে তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, “বিষয়টা টেকনিক্যাল। ওরা কি বলেছে, আমার জানা নেই। ওরাই বলছে।” কাজল শেখের মন্তব্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.