Advertisement
Advertisement

দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল, শোভন-বৈশাখিকে কটাক্ষ অনুব্রতর

কংগ্রেস-সিপিএমের জোটকে ‘ছাগল-ভেড়ার জোট' বলে তোপ।

Anubrata Mandal in Sovan-Baishaki
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 10, 2019 5:11 pm
  • Updated:March 10, 2019 5:11 pm  

ধীমান রায়, কাটোয়া: লোকসভা ভোটের মুখে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন যে, ভোটের আগে দু’জনে যোগ দিতে পারেন বিজেপিতে। তবে বিষয়টিকে একেবারেই আমল দিতে নারাজ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর সাফ কথা, ‘ভালই হয়েছে। খালাস হয়েছে। যাঁরা চলে যাওয়ার, তাঁরা যাবেই। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।’ লোকসভা ভোটে কংগ্রেস-সিপিএমের জোটকে ‘ছাগল-ভেড়া’র জোট বলেও কটাক্ষ করেছেন অনুব্রত মণ্ডল।

[ বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার উত্তর দিনাজপুরের যুব মোর্চা সভাপতি]

Advertisement

একজন ছিলেন শাসকদলের শিক্ষক সংগঠনের কার্যত অলিখিত কর্ত্রী। আর একজন দলের একনিষ্ঠ কর্মী, ভরসাযোগ্য নেতা, খোদ দলনেত্রীর স্নেহভাজন। কিন্তু, নিজেদের ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েনের কারণে তৃণমূল কংগ্রেস থেকে এখন বহুদূরে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়। দুটি দপ্তরের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ছিলেন শোভন। দলের সঙ্গে দূরত্ব বেড়েছে, তাই পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। স্বাভাবিক কারণে তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের সঙ্গে আর তেমন যোগযোগ নেই অধ্যাপিকা বৈশাখি বন্দ্যোপাধ্যায়েরও। লোকসভা ভোটের আগে তাঁদের ব্যক্তিগত জীবনের সংকটকে কাজে লাগাতে মরিয়া বঙ্গ বিজেপি। সূত্রের খবর, লোকসভা ভোটে এ রাজ্যে বৈশাখিকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মিল্লি আল আমিন কলেজের অধ্যাপিকা জানিয়েছেন, তিনি এমন কোনও কাজ করবেন না, যাতে শোভন চট্টোপাধ্যায় সমস্যায় পড়েন। বস্তুত, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রকেও বিজেপি দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে খবর।

রবিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের ও গুসকরায় কর্মিসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। আউশগ্রাম ২ ব্লকের কর্মিসভা হয় অভিরামপুর ফুটবল মাঠে। আউশগ্রাম ১ ব্লক তৃণমূলের কর্মিসভা হয় গুসকরা কলেজ মাঠে। দুটি কর্মিসভাতেই অঞ্চল সভাপতিদের কাছ থেকে বিগত ভোটের ফলাফল সংক্রান্ত রিপোর্ট নেন আউশগ্রামে শাসকদলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। সাংবাদিকদের মুখোমুখি শোভন-বৈশাখির বিজেপি যোগদানের সম্ভাবনা ও বাম-কংগ্রেস জোট নিয়েও মুখ খোলেন তিনি।

[ পুরুলিয়া স্টেশনে সন্তান প্রসব, সহযোগিতা করলেন রেলকর্মীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement