Advertisement
Advertisement

Breaking News

লোকসভা নির্বাচনে কর্মীদের ভোট চুরির নিদান অনুব্রতর, তুঙ্গে বিতর্ক

এবার বীরভূম জেলা তৃণমূল সভাপতির দাওয়াই ‘জল-মিষ্টি’৷

 Anubrata Mandal delivered provocative speech to party workers
Published by: Tanujit Das
  • Posted:February 14, 2019 10:55 am
  • Updated:August 7, 2021 12:44 pm  

নন্দন দত্ত, সিউড়ি: এবার কর্মীদের সরাসরি ভোট চুরির নিদান দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার সিউড়ি-২ নম্বর ব্লকের বুথ সম্মেলনে কর্মীদের উদ্দেশ্যে অনুব্রত প্রশ্ন করেন, “আপনারা ভোট চুরি করতে পারবেন?” তিনি বুঝিয়ে দিলেন জল-বাতাসা অতীত, আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর দাওয়াই হতে চলেছে জল-মিষ্টি৷ এ দিন কর্মীদের তিনি বলেন, ‘‘নির্বাচনের আগে বাড়িতে কেউ এলে ঘটিতে করে জল, মিষ্টি পাঠিয়ে দেবেন।’’ কেষ্টদা’র নির্দেশ, লোকসভা নির্বাচনে সিউড়ি-২ ব্লকে থেকে ৩০ হাজার ভোটের লিড চাই।

[হাওয়া বদলের মরশুমে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে ]

Advertisement

বুধবার থেকে শুরু হয়েছে তৃণমূলের প্রতি ব্লকে বুথ সম্মেলন। শুরুতেই সিউড়ি-২ নম্বর ব্লককে বেছে নেওয়ার কারণ হিসাবে অনুব্রত মণ্ডল বলেন, “এটা আমার প্রিয় ব্লক। এখান থেকে রাজনীতি শুরু করে আমার সাফল্য এসেছে।” এর আগে ছ’টি অঞ্চলের ৮৫টি বুথের সভাপতি, প্রতি বুথের দশ জন বাছাই করা কর্মী, তাঁদের মধ্যে তিন জন করে মহিলাদের উপস্থিতি বাধ্যতামূলক করেছিলেন জেলা সভাপতি। এদিন তাঁদের সবার কাছ থেকে কাজের খতিয়ান চান তিনি। অবিনাশপুরে ছ’টি বুথে কেন বিধানসভায় ভোটে লিড কমল? ওই এলাকার মহিলাদের দাঁড় করিয়ে প্রশ্ন করেন তিনি৷ বীরভূম তৃণমূলের জেলা সভাপতি প্রশ্ন করেন, “বুথ সভাপতি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখে। চোখ রাঙায় না তো। বাড়ি দিয়েছে? টাকা চায়? কথা বলে আপনাদের সঙ্গে?” অনুব্রতকে তথ্য দিয়ে সহায়তা করেন জেলা সহ-সভাপতি অভিজিৎ রানা সিংহ। অনুব্রতকে তিনি বলেন, ‘‘নতুন তালিকায় ৬৮ হাজার ৮৪ জন ভোটার। গত বিধানসভায় ওই ব্লক লিড দিয়েছে ১৫ হাজার ৮৮ ভোটে।’’ শুনেই তৃণমূল জেলা সভাপতি বলেন, “এবার কত। ৩০ হাজার।” সমস্বরে পুরন্দরপুরের মাঠ ভর্তি কর্মীরা বলে ওঠে, “হবে।”

[মালদহের সামসি স্টেশনে DMU লোকালে যান্ত্রিক গোলযোগ, আটকে বহু দূরপাল্লার ট্রেন]

স্থানীয় নেতাদের উদ্দেশ্যে অনুব্রতর পরামর্শ, “সন্ধ্যার পর প্রতিটি বাড়িতে যান। চাষির সঙ্গে কথা বলুন। বাড়িতে গিয়ে কথা বলুন। দেখুন কোথায় ক্ষোভ। কীসের জন্য বিরক্ত তাঁরা। তাঁদের বোঝান। ভদ্র ব্যবহার করুন। ভাল করে বুঝিয়ে দিন। তাতেও না বুঝতে চাইলে আপনার পাশে যিনি থাকবেন, তাঁকে বোঝানোর দায়িত্ব দিন।” প্রধানমন্ত্রী মোদিকে চ্যালেঞ্জ করে এ দিন অনুব্রত বলেন, “মোদিবাবু আমেরিকা থেকে মিলিটারি আনলেও ভোটে আমাদের হারাতে পারবে না। ব্লক সভাপতিরা বুঝিয়ে দেবেন কীভাবে কোথায় বোতাম টিপতে হয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement