Advertisement
Advertisement
বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ অনুব্রতর

‘রবীন্দ্রনাথকে বহিরাগত বলতে পারে অসুস্থ এবং পাগলরাই’, উপাচার্যকে তীব্র আক্রমণ অনুব্রতর

রবীন্দ্রনাথকে 'বহিরাগত' বলে সাম্প্রতিক অশান্তির আগুনে ঘি ঢেলেছিলেন বিশ্বভারতীর উপাচার্য।

Anubrata Mandal attacks VC of Vishva Bharati on his 'Outsider' comment
Published by: Sucheta Sengupta
  • Posted:August 23, 2020 9:38 pm
  • Updated:August 7, 2021 12:13 pm

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বিশ্বভারতীতে (Vishva Bharati) পাঁচিল তোলা নিয়ে সাম্প্রতিক অশান্তির আগুনে ঘি ঢেলে দিয়েছে উপাচার্যের একটি বিতর্কিত মন্তব্য। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ বলে উল্লেখ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এবার তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করেই পালটা তোপ দাগলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বললেন, ”এই ধরনের কথা কোনও সুস্থ মানুষ বলতে পারে না। একমাত্র অসুস্থ এবং পাগলরা এ কথা বলে।”

ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্য ছিল, ”গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বহিরাগত ছিলেন। তিনি যদি এই অঞ্চল পছন্দ না করতেন, বিশ্বভারতী এখানে বিকশিত হত না। এছাড়াও তাঁর সহকর্মীরা, যাঁরা বিশ্বভারতীকে জ্ঞান-সৃষ্টি এবং বিস্তারের কেন্দ্র হিসাবে গড়ে তোলার পথ প্রশস্ত করেছিলেন, তাঁরা সকলে বোলপুরের বাইরে থেকে এসে ছিলেন।” এই মন্তব্যের তীব্র নিন্দায় মুখর হন আশ্রমিক এবং শিক্ষামহলের বিশিষ্টরা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর। তিনি বলেন, ”রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গার সৃষ্টিকর্তা আর তাঁকেই বহিরাগত বলা হচ্ছে! কীভাবে উপাচার্য তাঁকে বহিরাগত বলতে পারেন? তাহলে এই এলাকার লোক কে?”

Advertisement

[আরও পড়ুন: রাজ্যে সুস্থতার হার প্রায় ৭৮ শতাংশ, চিন্তায় রাখছে উঃ ২৪ পরগনার করোনা পরিস্থিতি]

এবার তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন অনুব্রত মণ্ডলও (Anubrata Mandal)। তাঁর মতে, এই মন্তব্যের মধ্যে দিয়ে বিশ্বভারতীর উপাচার্য বুঝিয়ে দিয়েছেন তাঁর উপাচার্য হওয়ার যোগ্যতা নেই। তিনি আরও বলেন, ”এই কথা পাশ্চিমবাংলা ভারত তথা বিদেশের মানুষ কীভাবে নেবে, তাই ভাবছি।” রবিবার বোলপুরের তৃণমূলের জেলা পার্টি অফিসে একটি বৈঠক করেন অনুব্রত। সেখানে ছিলেন তৃণমূলের সঙ্গে রাজনৈতিক সফর শুরু করতে চান এবং তৃণমূলে যোগ দিতে চান – যুবপ্রজন্মের এই মনোভাব সম্পন্ন প্রতিনিধিরা। এই বিষয়ে অনুব্রত মণ্ডল বলেন, ”অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে আমি স্বাগত এবং সাধুবাদ জানাই।”

[আরও পড়ুন: অনলাইনে গাড়ি কিনতে গিয়ে প্রতারিত যুবক, তদন্তকারীদের নজরে রাজস্থানের ‘ভরতপুর গ্যাং’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement