সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির রথযাত্রার সূচনা হওয়ার আগে খোল-খঞ্জনি নিয়ে মিছিলের ডাক দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ বোলপুর ডাকবাংলো মাঠে আনুষ্ঠানিক ভাবে বীরভূমের ১৯টি ও বর্ধমানের ৫টি ব্লকে কীর্তনিয়াদের হাতে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার খোল ও ৮ হাজার খঞ্জনি বিলি করেন অনুব্রত৷ খোল-খঞ্জনি বিতরণ উপলক্ষে বুধবার সকাল থেকে ভিড় জমান কীর্তনিয়ারা৷ আয়োজন করা হয় বিশাল খাওয়া-দাওয়ার৷ লুচি, কুমড়ো-পটল-আলু-ছোলার তরকারি ও শেষ পাতে মিষ্টি খাওয়ানো হয় কীর্তনিয়াদের৷ একই সঙ্গে রাজ্যের ১৫ জন বিশিষ্ট কীর্তনিয়াকে সম্বর্ধনা দেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি৷
এদিনের এই অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হন৷ বলেন, ‘‘খোল-খঞ্জনি বাজিয়ে আমরা বিজেপির শ্মশান যাত্রায় সামিল হব৷ দেখেন না, মৃতদেহ নিয়ে যাওয়ার আগে খোল-খঞ্জনি বাজানো হয়৷ বিজেপির রথযাত্রা, না শ্মশান যাত্রার কি একটা করছে শুনছেন না৷’’ কিন্তু, প্রায় দু’কোটি টাকা খরচ করে ৪ হাজার খোল ও ৮ হাজার খঞ্জনি বিলি করা হল কেন? অনুব্রত মণ্ডলের দাবি, ‘‘কীর্তনিয়ারা গরিব মানুষ৷ খোল-খঞ্জনির অনেক দাম৷ তাই ভাবলাম, ওদের কিছু সাহায্য করি৷ কারণ, আমি ধর্মকে বিশ্বাস করি৷ আমি এর আগে ব্রাহ্মণ সম্মেলনও করেছি৷ সামনেই অগ্রহায়ণ মাস৷ খোল-খঞ্জনি নিয়ে কীর্তন বেরোবেন কীর্তনিয়ারা৷ খোলের এত দাম হয়ে গিয়েছে৷ গরিব মানুষ কিনতে পারছেন না৷ তাই ব্লক, অঞ্চল সভাপতিদের বলেছিলাম, তোমরা হেল্প কর৷ তারপর আজ, এই অনুষ্ঠান৷ আগামী ১৪ তারিখ প্রত্যেক ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে মন্দিরে খোল-খঞ্জনি নিয়ে মিছিল হবে৷’’
[বেআইনি মদের কারবার ঠেকাতে এবার রাজ্যজুড়ে আলাদা থানা আবগারি দপ্তরের]
রাজ্য বিজেপি ঘোষণা করেছিল ৫ ডিসেম্বর তারাপীঠ থেকে রথযাত্রার সূচনা হবে। পাশাপাশি অনুব্রত মণ্ডল ঘোষণা করেন বীরভূমে ধর্মপ্রাণ মানুষের মধ্যে খোল খঞ্জনি বিতরণ করবে তৃণমূল। বিজেপি তাদের অনুষ্ঠান সূচির পরিবর্তন করলেও তৃণমূল তাদের অনুষ্ঠানসূচির কোনও পরিবর্তন করেনি৷ পূর্বনুর্ধারিত সূচি মেনে আজ, বুধবার বোলপুরের ডাকবাংলা মাঠে বেলা ১১টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়৷ গত দু’দিন আগে থেকেই তার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে যায়৷ মোট ১২ হাজার জনকে খোল-খঞ্জনি দেওয়া হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারত সেবাশ্রম সংঘের শান্তি মহারাজ, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিংহ-সহ অন্য নেতারা৷ এদিন কীর্তনিয়া সুমন ভট্টাচার্য, অঞ্জন উপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, পারভিন সুলতানা, দিব্যেন্দু মণ্ডল-সহ ১৫ জনকে বিশেষ সম্মান দেওয়া হয়৷ তাঁদের দেওয়া হয় ফুল, উত্তরীয়, শাল৷ একই ভাবে যাঁরা এই অনুষ্ঠানে যোগ দেন, তাঁদের প্রত্যেকের খাবার ব্যবস্থা করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.