ধীমান রায়, কাটোয়া: ফের বঙ্গ রাজনীতিতে কুকথার বন্যা। ভোট যত এগোচ্ছে, ততই যেন কুকথার লড়াই বাড়ছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ফের নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। পূর্ব বর্ধমানের আউশগ্রামে মঙ্গলবার তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলনের পর সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত। দিলীপ ঘোষ সম্পর্কিত প্রশ্নের জবাবে মেজাজ হারিয়ে তাঁর মন্তব্য, “দিলীপ ঘোষ একটা ফোর টোয়েন্টি, দালাল। ও একটা পাগল। ও ভাষা জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে ধরনের ভাষা বলেছেন, কোনও মহিলা সম্পর্কে এমন কথা বলা যায় না।”
মঙ্গলবার আউশগ্রাম ১ ব্লকের আলিগ্রাম হাইস্কুল মাঠে তৃণমূলের বুথ সম্মেলন ছিল। অনুব্রত মণ্ডলের পাশাপাশি ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আউশগ্রাম ১ ব্লকের গুসকরা-২, দিগনগর-১, দিগনগর-২ এবং বিল্বগ্রাম – এই চারটি অঞ্চলের কর্মীদের নিয়ে বুথ সম্মেলন হয়। অনুব্রত মণ্ডল প্রতিটি বুথের দলের কর্মীদের সঙ্গে কথা বলে সংগঠনের খোঁজখবর নেন। এই কর্মী সম্মেলনে সাংবাদিকদের প্রবেশ নিষেধ ছিল। তবে সম্মেলনের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত।
আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের ফল কেমন হতে পারে, এই প্রশ্ন শুনে অনুব্রত মণ্ডলের আত্মবিশ্বাসী জবাব, “আমরা ২২০ থেকে ২৩০ টি আসন পাব। তৃণমূল ছাড়া আর কোন দলকে ভোট দেবে মানুষ? মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে একটা প্রকল্পও থাকবে না। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, রূপশ্রী, যুবশ্রী – এসব প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে, তবেই থাকবে – একথা মানুষ জানেন।”
এরপরই বিজেপির প্রসঙ্গ উঠতেই কার্যত মেজাজ হারান অনুব্রত মণ্ডল। দিলীপ ঘোষের বিরুদ্ধে ফের নজিরবিহীন ভাষা প্রয়োগের পাশাপাশি বিজেপির উদ্দেশে তিনি বলেন,”ওরা সবাইকে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল। কিন্তু দেয়নি। তাহলে কেন মানুষ ওদের ভোট দেবে?” এ বিষয়ে অবশ্য এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.