Advertisement
Advertisement
অনুব্রত মণ্ডল, শতাব্দী রায়

‘ভোটের দিন আদর-সোহাগ থাকবে’, শেষবেলার প্রচারে প্রেমের বাণী অনুব্রতর

কৈলাস বিজয়বর্গীয়কে ‘বাজে লোক’ বলে কটাক্ষ তৃণমূল নেতার৷

Anubrata Mandal again says about 'Nakuldana' in an election campaign
Published by: Sayani Sen
  • Posted:April 27, 2019 8:01 pm
  • Updated:August 7, 2021 12:17 pm  

ভাস্কর মুখোপাধ্যায় ও নন্দন দত্ত: পাচন থেকে নকুলদানা দাওয়াই তো ছিলই৷ কিন্তু নিজের কেন্দ্রে লোকসভা নির্বাচনের আগে প্রচারে বেরিয়ে অনুব্রত মণ্ডলের গলায় শোনা গেল প্রেমের বাণী৷ ভোটের দিন প্রয়োজনে বিরোধীদের আদর, সোহাগ করার বার্তা দিলেন বীরভূমের দাপুটে নেতা৷

[ আরও পড়ুন: মদনের বিরুদ্ধে ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুনপুত্র পবন]

চতুর্থ দফায় বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন৷ তার আগে শনিবার শেষ প্রচার সারলেন অনুব্রত মণ্ডল৷ এদিন হুডখোলা জিপে চড়ে বোলপুরের প্রার্থী অসিত মালকে সঙ্গে নিয়ে প্রচার সারেন তিনি৷ এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল৷ কিন্তু গন্ডগোল বাঁধল সাংবাদিকের মুখোমুখি হওয়ার পর৷ ভোটের দিন লোকসভা কেন্দ্রজুড়ে কী কী ব্যবস্থা থাকবে, সে বিষয়েই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে প্রশ্ন করেন সাংবাদিক৷ নির্বাচন কমিশনের চোখরাঙানিতে তাঁর বিশেষ কিছুই যে যায় আসে না, স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মুখ খুলে আরও একবার তা প্রমাণ করলেন অনুব্রত মণ্ডল৷ এদিন তিনি বলেন, ‘‘পাচন থেকে নকুলদানা ভোটের দিন সব দেখতে পাবেন৷ আদর, সোহাগ সব থাকবে৷ মানুষকে জল দেব৷ নকুলদানা দেব৷ সব দেব৷ বিরোধীদের জন্য নকুলদানা থাকবে৷’’

Advertisement

বীরভূম, বর্ধমান সর্বত্রই যে ঘাসফুল শিবিরের প্রার্থীরাই জয়ী হবেন, ভোটের আগে আরও একবার সেকথা জানিয়ে দেন অনুব্রত৷ তিনি বলেন,‘‘জয় নয়, লড়াই শুধুমাত্র মার্জিনের৷’’ রাজ্য বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন তৃণমূলের দাপুটে নেতা৷ তাঁর কথায়, ‘‘ও একটা বাজে লোক৷ ওর মুখটাই কেমন ব্যাঁকা৷ ওর কথা শুনলে ভাল লাগে না৷’’

[ আরও পড়ুন: প্রচারের শেষবেলায় চমক, নতুন ভোটারদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মহুয়া মৈত্র]

এদিকে, শেষ দিনের প্রচার শুরুর আগে শনিবার নলাটেশ্বরী সতীপীঠে পুজো দেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়৷ পুজো দিয়ে শহরজুড়ে রোড শো করেন তিনি। বিকালে ফের রামপুরহাটেও হুডখোলা জিপে চড়ে প্রচার সারেন তৃণমূলের তারকা প্রার্থী৷ জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি৷ আত্মবিশ্বাসের সুরে শতাব্দী বলেন, ‘‘তৃণমূলের জন্য এখানে উন্নয়ন হয়েছে। গত দশ বছরে এখানে বারবার এসেছি৷ মানুষের পাশে থেকেছি৷ সেই বিশ্বাস আমাকে সাহস জোগাচ্ছে৷’’ আগামী সোমবার বোলপুর এবং বীরভূম কেন্দ্রে ভোটাভুটি৷ ওইদিনই ইভিএম বন্দি হবে প্রার্থীদের ভাগ্য৷ কার ভাগ্যে শিকে ছেঁড়ে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ আগামী ২৩ মে পর্যন্ত উত্তরের জন্য অপেক্ষা করতে হবে সকলকেই৷

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement