Advertisement
Advertisement

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উদ্ধার আট হাতের বিরল গণেশ মূর্তি

মূর্তিটি মিউজিয়ামে রাখতে চায় কর্তৃপক্ষ৷

Antic Ganesh sculpture recovered from Burdwan University campass
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2018 9:06 pm
  • Updated:July 4, 2018 9:16 pm  

সৌরভ মাঝি, পূর্ব বর্ধমান: মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠ থেকে উদ্ধার হয়েছিল একটি প্রাচীন গণেশের মূর্তি। তবে ওই দিন বিকাল থেকেই সেটির কোনও খোঁজ  ছিল না৷ পুলিশে খবর দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ অবশেষে বুধবার উদ্ধার হয় সেই প্রাচীন গণেশের মূর্তি৷ চার হাতের বদলে আট হাত বিশিষ্ট, কষ্টিপাথরের আড়াই ফুটের মূর্তিটি বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে রাখতে ইচ্ছুক কর্তৃপক্ষ৷

[সুকনার সেনা ঘাঁটিতে পা লালফৌজের প্রতিনিধিদের, বৃহস্পতিবার আসছেন কলকাতায়]

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তারাবাগ ক্যাম্পাসের মোহনবাগান মাঠে মাটি ফেলার কাজ চলছিল৷ দুপুরে সেই মাঠেই মূর্তিটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক যুবক৷ বিকেলের দিকে তিনি মূর্তিটি নিয়ে বাড়ি নিয়ে চলে যান এবং সেটির পুজো করতে শুরু করেন৷ এদিকে, প্রাচীন মূর্তির খবর পৌঁছে যায় বিশ্ববিদ্যালয়ের কাছে৷ কিন্তু সেখানে গিয়ে মূর্তিটি আর দেখতে পাননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এরপরেই বিষয়টি জানানো হয় পুলিশকে৷ জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই পুলিশ গিয়ে সেই মূর্তিটি ওই যুবকের বাড়ি থেকে উদ্ধার করে।

[৬ আগস্ট পঞ্চায়েত মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে, আপাতত বহাল স্থগিতাদেশ]

বুধবার, বর্ধমান থানায় যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কিউরেটর রঙ্গনকান্তি জানা৷ প্রশাসনকে অনুরোধ করেন, মূর্তিটি বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে রাখার অনুমতি দেওয়ার জন্য৷ যদিও মূর্তিটি দেওয়া যাবে না বলে পুলিশের পক্ষ থেফে জানিয়ে দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) প্রিয়ব্রত রায় জানান, মূর্তিটি পরীক্ষার জন্য ইতিমধ্যে পুরাতত্ত্ব বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। তাঁদের সিদ্ধান্তই মান্য করবে প্রশাসন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement