রঞ্জন মহাপাত্র, কাঁথি: একেবারে ফিল্মি কায়দায় বোমা মেরে, গুলি চালিয়ে আসামি ছিনতাই! ধুন্ধুমার কাণ্ড পূর্ব মেদিনীপুরের কাঁথি আদালতে। ঘটনায় দু’জন পুলিশকর্মী আহত হয়েছেন। এক ঘণ্টার রুদ্ধশ্বাস নাটকের পর গ্রেপ্তার আসামি কর্ণ বেরা।
[ আসানসোলে গানের অনুষ্ঠানে যেতে বাধা, টুইটে ক্ষোভ প্রকাশ বাবুলের]
পূর্ব মেদিনীপুরের কুখ্যাত দুষ্কৃতী কর্ণ বেরা। পুলিশকর্মীকে খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত সে। এরআগেও বেশ কয়েকবার জেল, এমনকী আদালত চত্বর থেকে পালিয়েছিল কর্ণ। যদিও বেশিদিন গা-ঢাকা দিয়ে থাকতে পারেনি ওই দুষ্কৃতী। তাকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। বৃহস্পতিবার পেট্রল পাম্পে ডাকাতির মামলা শুনানি ছিল কাঁথি মহকুমা আদালতে। অভিযুক্ত কর্ণ বেরা-সহ তিনজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ যখন আসামিদের নিয়ে আদালতে ঢোকে, তখন বোমা ও বন্দুক নিয়ে ঢুকে পড়ে কর্ণ বেরার সঙ্গীরা। কর্ণ-সহ দু’জন আসামিকে আদালতে নিয়ে যাওয়ার সময় লকআপে বোমাবাজি করতে শুরু করে তারা। চলে গুলিও। ঘটনায় জখম হন দু’জন পুলিশকর্মী। শেষপর্যন্ত আদালত থেকে বেরিয়ে বোমাবাজি করতে করতে পালিয়ে যায় কর্ণ। এমনকী, স্থানীয় দু’জনের মাথা বন্দুক ঠেকিয়ে বাইক ছিনতাই করে দুষ্কৃতীরা।
এদিকে দিনদুপুরে কাঁথি আদালতে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন আইনজীবী, আদালতের কর্মী ও বিচারপ্রার্থীরা। জখম দুই পুলিশকর্মীকে ভরতি করা হয়েছে কাঁথি হাসপাতালে। খবর পেয়ে আদালতে যান তমলুকে সাংসদ দিব্যেন্দু অধিকারী ও কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী। পালাতে গিয়ে মাঝপথে মোটরবাইক খারাপ হয়ে যায়। তখন দৌড়ে পালিয়ে গিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে কর্ণ। সেখানে ঢুকে প্রায় একঘণ্টা বাদে ফের কর্ণ বেরাকে গ্রেপ্তার করে পুলিশ।
[নিরক্ষর আদিবাসী সৌরবির দানের জমিতে গড়ে উঠছে শিশুশিক্ষা কেন্দ্র]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.