Advertisement
Advertisement

বনধের দিনে বোমা পড়ল স্কুলেও! চাঞ্চল্য পাণ্ডুয়ায়

স্কুল বন্ধ রাখার আবেদন জানিয়েছিল বিজেপি৷

Anti socials hurl bomb at a school in Pandua
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 26, 2018 9:19 pm
  • Updated:September 26, 2018 9:19 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বিজেপির ডাকা বাংলা বনধে রাজ্য জুড়ে দিনভর অশান্তি৷ ক্লাস চলাকালীন বোমা পড়ল স্কুলেও! ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলি পাণ্ডুয়ায়৷ দিন কয়েক আগে বনধের দিন স্কুল বন্ধ রাখার আবেদন জানিয়ে প্রধানশিক্ষককে চিঠি দিয়েছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব৷

[ রেহাই নেই পড়ুয়াদেরও! এয়ারপোর্ট এলাকায় স্কুল বাসে হামলা বনধ সমর্থকদের

Advertisement

বুধবার, বনধের দিনেও যথারীতি ক্লাস চলছিল পাণ্ডুয়ার মুজিবর রহমান হাই স্কুলে্৷ আচমকাই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে স্কুল চত্বর৷ আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করে পড়ুয়ারা৷ বাইরে বেরিয়ে আসেন শিক্ষকরা৷ তাঁদের দাবি, স্কুল ভবন লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে৷ বোমা ছুঁড়লে যেমন কালো দাগ হয়ে যায়, ঠিক তেমনই দাগ দেখা গিয়েছে স্কুলে বিল্ডিংয়েও৷ খবর পেয়ে শেখ মুজিবর হাই স্কুলে পৌঁছয় পাণ্ডুয়া থানার পুলিশ৷ যদিও স্কুল চত্বর কিংবা আশেপাশের বোমার খোল বা স্প্লিন্টার পাওয়া যায়নি বলে জানা গিয়েছে৷ এদিকে স্কুলে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত অভিভাবক ও পড়ুয়ারা৷

পাণ্ডুয়ার শেখ মুজিবর হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বাগ জানিয়েছেন, বাংলা বনধের দিন স্কুল বন্ধ রাখার আবেদন জানিয়ে তাঁকে চিঠি দিয়েছিল বিজেপি পাণ্ডুয়া মণ্ডল৷ কিন্তু, সরকারি নির্দেশ মেনে স্কুল খোলা রেখেছিলেন৷ তাই আতঙ্ক তৈরি করতেই বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ৷ স্কুলে ক্লাস চলাকালীন বোমাবাজির ঘটনায় ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারাও৷ তাঁদের অভিযোগ, বনধ সফল করতে বিজেপি এতটাই বেপরোয়া হয়ে ওঠেছে যে, সরকারি স্কুল বন্ধ রাখার আবেদন জানিয়ে প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে৷

[বনধের জেরে ঘনঘন পরীক্ষার সূচি বদল, বিক্ষোভে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement