Advertisement
Advertisement
Rail Police

বছর শেষে পর্যটকের ঢল, যাত্রী নিরাপত্তায় বিভিন্ন স্টেশনে মোতায়েন অ্যান্টি সাবোটেজ বাহিনী

হাওড়া, শিয়ালদহের বিভিন্ন স্টেশনে চলছে কড়া নজরদারি।

Anti Sabotage Squad posted at different railway station in Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 27, 2020 12:42 pm
  • Updated:December 27, 2020 12:42 pm

সুব্রত বিশ্বাস: করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়ে অপরাধমূলক কার্যকর্মের প্রবণতা বেড়েছ। এরমধ্যে বর্ষশেষের আনন্দ-অনুষ্ঠানে গা ভাসিয়েছে আমজনতা। বছর শেষের ছুটি কাটাতে মানুষ ছুটছে নানা পর্যটনস্থলে। সেই ভিড়ের মধ্যে যাতে কোনও অঘটন না ঘটে, যাত্রীরা যাতে নিরাপদ থাকেন সেজন্য হাওড়া, শিয়ালদহের বিভিন্ন স্টেশনে চলছে কড়া নজরদারি।

যে সমস্ত স্টেশনে পর্যটক বেশি, সেখানে রেলপুলিশ অ্যান্টি স্যাবটেজ বাহিনীকে (Anti Sabotage Squad) সজাগ রাখা হয়েছে। হাওড়ার রেলপুলিশ সুপার পঙ্কজ দ্বিবেদী জানান, ভিড়ের সুযোগে নানা ধরনের অপরাধ সংগঠিত হতে পারে। এজন্য পুলিশের ইন্টালিজেন্সকে কাজে লাগানোর পাশাপাশি সাদা পোশাকের পুলিশের নজরদারির সঙ্গে বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যাদের তদারকির দায়িত্বে রয়েছেন আধিকারিকরা।

Advertisement

[আরও পড়ুন : রাতভর বেপাত্তা থাকার পর সকালে দামোদরের ঘাটে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ, চাঞ্চল্য বাঁকুড়ায়]

হাওড়ার ব্যান্ডেল, হুগলি, বাঁশবেড়িয়া, কালনা, নবদ্বীপ, পাণ্ডুয়া, তারকেশ্বর, বেলুড়, দক্ষিণেশ্বর, আরামবাগ, শিয়ালদহের ডায়মন্ডহারবার, ক্যানিং, ব্যারাকপুর, মুর্শিদাবাদ প্রভৃতি স্টেশনগুলি দিয়ে নানা পর্যটন ক্ষেত্রে যাচ্ছেন মানুষজন। ভিড়ের সুযোগে দুষ্কৃতীরা যাতে অপরাধ করতে না পারে তা লক্ষ্য রাখতে স্টেশনগুলিতে জিআরপির পাশাপাশি আরপিএফও সক্রিয় রয়েছে। অপরাধ দমনের পাশাপাশি কোভিড পরিস্থিতি থাকায় স্বাস্থ্যবিধির উপর লক্ষ্য রাখা হচ্ছে। সংক্রমণ যাতে না বাড়ে তার দিকে নজর রেখে যাত্রীদের সতর্ক করা হচ্ছে। আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত এই সতর্কতা থাকবে বলে রেল পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

[আরও পড়ুন : ‘সবাই আগের জীবনে ফিরে যাবো’, নববর্ষের শুভেচ্ছা জানাতে ৯.৫ লক্ষ পড়ুয়াকে চিঠি মুখ্যমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement