ছবি: উদয়ন গুহ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক মৃত্যু। কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনার মুখে পড়েন তিনি। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম অমিত চট্টোপাধ্যায় (৫৫)। দুর্গাপুর ইস্পাত কারখানা বা ডিএসপির এক স্থায়ী কর্মী। র মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট (RMHP অপারেশন) বিভাগে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার নাইট ডিউটিতে যোগ দিয়েছিলেন অমিতবাবু। শনিবার ভোরে ওল্ড সাইটের ট্রিপলারে কাজ করার সময় ওয়াগনের নিচে পড়ে যান তিনি। গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি তাঁকে কারখানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পর সেখান থেকে গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। এ নিয়ে কারখানার তরফে এখনও কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, অমিত দুর্গাপুর ইস্পাত নগরীর সি জোনের বাসিন্দা ছিলেন। স্ত্রী ও এক সন্তান রয়েছে। অমিত এলাকার জনপ্রিয় বাচিক শিল্পী ছিলেন। নানা অনুষ্ঠানে দক্ষতার সাথে সঞ্চালনা করেছেন। অমিতবাবুর মৃত্যুতে ইস্পাত কারখানার শ্রমিক মহলে শোকের ছায়া নেমেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.