Advertisement
Advertisement

Breaking News

পর্যটনে জোয়ার আনতে রবীন্দ্রনাথের স্মৃতিতে সংরক্ষণশালা তৈরির ভাবনা

মংপুতে রবীন্দ্রভবন তৈরির বিষয়ে উৎসাহী ইতিহাসপ্রেমীরা৷

Another Tagore house at Mungpoo
Published by: Sayani Sen
  • Posted:December 10, 2018 9:18 pm
  • Updated:December 10, 2018 9:18 pm  

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: দুষ্প্রাপ্য নথি হারিয়েছে আগেই৷ মাথাচাড়া দিয়েছিল বিতর্কও৷ তাই এবার আরও সাবধানী সিঙ্কোনা প্ল্যান্ট কর্তৃপক্ষ৷ রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সামগ্রীর যত্ন নিতে মংপুতে তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ রবীন্দ্র জাদুঘর৷

[মহিলাকে অশ্রাব্য গালিগালাজ সিপিএম নেতার, ভাইরাল ভিডিও]

রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত নথি স্বস্থানে নেই কেন? এই প্রশ্নে একসময় তোলপাড় শুরু হয়। প্রথমে নথি হারানোর বিষয়টি জানা নেই বলে জানায় সিঙ্কোনা প্ল্যান্ট কর্তৃপক্ষ৷ ঘরে বাইরে প্রবল চাপের মুখে পরে নথি সুরক্ষিত রয়েছে বলেও সরকারিভাবে বিবৃতি দিতে বাধ্য হন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক স্যামুয়েল রাই। ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা আর তৈরি না হয় তাই এবার মংপুতে গড়ে উঠতে চলেছে রবীন্দ্রভবন৷ তাতেই সংরক্ষিত থাকবে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত সামগ্রী৷ 

Advertisement

[৯টি পণ্যে জি আই তকমা নিয়ে দেশের মধ্যে শীর্ষে বাংলা]

রবীন্দ্রনাথের ব্যবহৃত এবং তাঁর স্মৃতিবিজড়িত বিভিন্ন জিনিস নিয়ে পূর্ণাঙ্গ রবীন্দ্র জাদুঘর তৈরি করতে চায় সিঙ্কোনা প্লান্ট কর্তৃপক্ষ। রাজ্য হেরিটেজ কমিশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিকল্পনা ইতিমধ্যেই রাজ্যের কাছে পাঠানো হয়েছে। একটি অস্থায়ী গ্যালারি করে তাতে কিছু জিনিস রাখা হচ্ছে। রেপ্লিকাগুলি মূলত রাখা থাকবে রবীন্দ্রভবনে। এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, বিশ্বভারতী থেকে রবীন্দ্রনাথের ব্যবহৃত ২০০টি সামগ্রী সিঙ্কোনা প্ল্যান্ট কর্তৃপক্ষের কাছে এসেছে৷ এই সামগ্রীগুলিও রাখা হবে মংপুর রবীন্দ্রভবনে৷

[পঞ্চাশ কেজি ৯০ টাকায়! মাইকে ঘোষণা করে চলছে আলুর ‘সেল’]

পূর্ণাঙ্গ রবীন্দ্র জাদুঘর তৈরির বিষয়ে উৎসাহী ইতিহাসপ্রেমীরা৷ পর্যটনের ক্ষেত্রেও এটি একটা বড় পদক্ষেপ হবে বলে মনে করছেন পর্যটন বিশেষজ্ঞ রাজ বসু। তিনি বলেন, “রবীন্দ্রনাথ শুধু বাঙালি বা ভারতীয় হিসেবেই নয়, গোটা বিশ্বে তাঁর কীর্তি ছড়িয়ে রয়েছে। তাই সমস্ত জায়গার মানুষ রবীন্দ্রনাথের বিষয়ে জানতে চান৷’’ তাঁর দাবি, পূর্ণাঙ্গ জাদুঘর তৈরি হলে তা আন্তর্জাতিক আকর্ষণ হিসাবে উঠে আসবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement