Advertisement
Advertisement

Breaking News

ফের কিশোরের উপর চিতাবাঘের হানা, আতঙ্ক উত্তরবঙ্গের চা বাগানে

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কিশোর৷

 Another Leopard attacked teenager in Alipurduar tea garden
Published by: Tanujit Das
  • Posted:January 25, 2019 6:50 pm
  • Updated:January 25, 2019 10:28 pm  

রাজকুমার, আলিপুরদুয়ার: জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে ফের এক কিশোরের উপর হামলা চালাল চিতাবাঘ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের তুলসিপাড়া চা বাগানে৷ জখম কিশোরের নাম আকাশ ওরাও, বয়স ১৫৷ গুরুতর জখম অবস্থায় এখনও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে ওই কিশোরের৷

[বাড়ি থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ, স্ত্রীর চাপে আত্মহত্যা দাবি পরিবারের ]

Advertisement

চা বাগান কর্মীরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে চা বাগান সংলগ্ন রাস্তায় খেলা করছিল আকাশ৷ অতর্কিতেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে তার উপর হামলা করে একটি চিতা বাঘ৷ চিৎকারের আওয়াজ পেয়ে ছুটে যান আশেপাশের বাসিন্দারা৷ দেখেন, ওই কিশোরকে আঁচড়েকামড়ে রক্তাক্ত করেছে চিতা বাঘটি৷ সঙ্গে সঙ্গে জন্তুটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকেন তাঁরা৷ ফলে কিশোরটিকে ফেলে পালিয়ে যায় চিতাবাঘ। তাঁরা না এলে চিতা বাঘটি আকাশকে মেরে ফেলত বলে দাবি করেছেন চা বাগানের কর্মীরা৷ ঘটনার পর জখম কিশোরকে প্রথমে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় তুলসিপাড়া চা বাগানে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷ তাঁদের প্রত্যেকের জীবনের ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন চা বাগানের কর্মীরা৷

[একইসঙ্গে পঞ্চকন্যার মা হলেন বধূ, শোরগোল কোচবিহারে]

উল্লেখ্য, কয়েকদিন ধরেই জলদাপাড়া জঙ্গল লাগোয়া চা বাগানগুলিতে একের পর এক শিশু ও কিশোরের উপর হামলা চালাচ্ছে চিতাবাঘ৷ বিগত তিন মাসে চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে ২ শিশু ও এক কিশোরের। শুক্রবার ফের এক কিশোর উপর হামলা চালাল চিতাবাঘ। ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন৷ বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “আমরা চিতাবাঘের হামলা রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছি। চা বাগান লাগোয়া এলাকায় শিশু ও কিশোরদের স্কুলে আনা-নেওয়ার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে৷ এছাড়া চা বাগানে কর্মীদের নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টার পাহারাদার মোতায়েন রয়েছে। বন দপ্তরের কর্মীরাও পরিস্থিতি নজরে রাখছে৷’’ জখম কিশোরের চিকিৎসার সমস্ত খরচ বন দপ্তর বহন করবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement