Advertisement
Advertisement

পণের দাবিতে বিষ খাইয়ে বধূ খুনের অভিযোগ, পলাতক স্বামী

আর কতদিন?

Another dowry killing reported in Purbo Medinipur

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 31, 2017 12:51 pm
  • Updated:January 31, 2017 12:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পণের দাবিতে বধূহত্যার অভিযোগ উঠল রাজ্যে৷ এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার আমড়াতলা গ্রামে ঘটেছে এই ঘটনা৷ মৃত গৃহবধূর নাম বৈশাখী হাজরা৷ তাঁকে মারধর করার পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী অমরেশ হাজরার বিরুদ্ধে৷

মাদকমুক্তির কেন্দ্রেই আবাসিককে আটকে রেখে মারধর, গ্রেফতার ৩

Advertisement

বৈশাখীর মা মামনি পাখিরার অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর পণের জন্য অত্যাচার চালাত অমরেশ ও তার বাড়ির লোকজন৷ এইভাবে তাঁদের কাছ থেকে মোট তিন লক্ষ টাকা নিয়েছে বৈশাখীর শ্বশুরবাড়ির লোকজন৷ আরও এক লক্ষ টাকার চাহিদায় প্রায় রোজই তাঁকে মারধর করা হত৷ মঙ্গলবার জামাই অমরেশই বৈশাখীর বাপের বাড়িতে ফোন করে বলে, বৈশাখী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন৷ ফোন পেয়েই কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে এসে মামনিদেবী দেখেন, মেয়ের দেহে তখনও প্রাণ রয়েছে৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷

ফের বন্ধ হয়ে গেল নদিয়া জুট মিল, কর্মহীন ২০০০ শ্রমিক

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অমরেশ ও তার পরিবার৷ বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ অমরেশ ও তার পরিবারের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷

বাজেট পেশের সময় সংসদে না থাকার সিদ্ধান্ত তৃণমূলের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement