ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ব্যুরো: বেশ কিছুদিনের বিরতি। ফের করোনা (Coronavirus) সংক্রমণে মৃত্যু রাজ্যে। শনিবার সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা সংক্রমণে এক মহিলার মৃত্যু হল। এদিকে গত ২৪ ঘণ্টায় কমল রাজ্যের করোনা সংক্রমণ। কমেছে পজিটিভিটি রেট বা দৈনিক সংক্রমণের হারও।
স্বাস্থ্যদপ্তরের শনিবার সন্ধের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৩১ জন। যা শুক্রবারের তুলনায় কিছুটা কম। মোট পজিটিভ কেস ২০ লক্ষ ১৯ হাজার ৫৭৪। করোনাকে জয় করেছেন ৩৩ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৭ হাজার ৯৯৪ জন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
উল্লেখ্য, করোনায় মৃত মহিলা প্রায় ১১ দিন একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন। এরপরে আইডি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়। আইডি হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলার অন্যান্য উপসর্গ ছিল। এখন হাসপাতালে তিনজন করোনা সংক্রমিত রোগী ভরতি আছেন। এর আগে গত ২৯ মে রাজ্যে এক কোভিড রোগীর মৃত্যু হয়। তার আগে ৩ মে আরও এক রোগীর মৃত্যু হয়। অর্থাৎ প্রায় একমাসের মধ্যে তিনজন রোগীর মৃত্যু হল।
২০২০ সালের মার্চ থেকে গোটা বিশ্বে দাপট দেখাচ্ছে করোনা। ভাইরাসকে সামাল দিতে নমুনা পরীক্ষার উপর বিশেষ জোর দেন বিশেষজ্ঞরা। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সে কারণে নমুনা পরীক্ষায় কিছুটা আগ্রহ হারিয়েছেন সাধারণ মানুষ। শনিবার একদিনে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ২৫৬। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৩ লক্ষ ৪৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি হার ০.২৮ শতাংশ। করোনা ঠেকাতে টিকাকরণের উপরেও জোর দেওয়া হয়েছে। একদিনে টিকাকরণ হয়েছে ৪৪ হাজার ৬২০ ডোজ। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ২৯ লক্ষ ৮৪ হাজার ১২৩।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.