Advertisement
Advertisement
Siliguri

বেঙ্গল সাফারি পার্কে সাদা বাঘের আরও এক শাবকের মৃত্যু, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

কী বললেন বনমন্ত্রী?

Another cub of white tiger died in Siliguri safari park | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 18, 2023 11:57 am
  • Updated:August 18, 2023 11:57 am  

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: জন্মের পরই মৃত্যু হয়েছিল বেঙ্গল সাফারি পার্কের সাদা বাঘ কিকার এক শাবকের। এবার মৃত্যু হল আরও এক শাবকের। কী কারণে মৃত্যু? এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন পার্কের অধিকর্তা কমল সরকার। তবে এই ঘটনায় গোটা পার্কে শোকের ছায়া নেমে এসেছে।

২০১৭ সালে শীলা ও স্নেহাশিসকে দিয়ে পথ চলা শুরু হয় বেঙ্গল সাফারি পার্কের। স্নেহাশিস ও শীলা দম্পতি তিন শাবকের জন্ম দেয়। তাদের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)। নাম দেওয়া হয়েছিল কিকা, রিকা ও ইকা। পরবর্তীতে ইকার মৃত্যু হয়। কিকা আর রিকা সাফারি পার্কে বড় হতে থাকে। সেই সাদা বাঘ কিকাই এবছর শাবকের জন্ম দিয়েছিল। কিন্তু মৃত্যু হল দুটি শাবকেরই। স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃত শাবকের ময়নাতদন্তও করা হবে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: সর্ষের মধ্যেই ভূত! এবার বহুমূল্য হাতির দাঁত পাচারে গ্রেপ্তার কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান-সহ ৫]

এপ্রসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “অপুষ্টিজনিত কারণে শাবকের মৃত্যু হয়েছে। তবে কেন তা হল তা খতিয়ে দেখা হবে।” প্রসঙ্গত, এর আগে প্রথমবার শীলা যখন তিনটি শাবকের জন্ম দিয়েছিল তখনও একটি শাবক মারা গিয়েছিল। ফের শাবকের মৃত্যুতে সাফারি পার্কের কর্মীদের নিয়ে প্রশ্ন উঠেছে। ময়নাতদন্তের রিপোর্টেই গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: রাখিতে ‘জয় বাংলা’, সরকারি প্রকল্পে প্রায় ৭ লক্ষ রাখির বরাত পেল কালনার সংস্থা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement