Advertisement
Advertisement
Ankita Adhikari

চাকরি হারিয়ে নতুন দায়িত্ব! কোচবিহার তৃণমূলের সম্পাদক পরেশকন্যা অঙ্কিতা

বেআইনিভাবে নিয়োগের অভিযোগে চাকরি হারিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা।

Ankita Adhikari appointed as secretary of cooch behar tmc
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 13, 2024 9:31 am
  • Updated:July 13, 2024 9:45 am  

বিক্রম রায়, কোচবিহার: বেআইনিভাবে নিয়োগের অভিযোগে চাকরি হারিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। এবার কোচবিহার তৃণমূলের দায়িত্ব পেলেন তিনি। শুক্রবার তাঁকে জেলা সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে। দলের দাবি, নির্বাচনের সময় দলের হয়ে কাজ করেছেন পরেশ কন্যা।

২০২২ সালে নিয়োগ দুর্নীতি ইস্যুতে প্রচারে এসেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী (Ankita Adhikari)। অভিযোগ ওঠে, নম্বর কম থাকা সত্ত্বেও বেআইনিভাবে তাঁকে নিয়োগ করা হয়েছে। জল গড়ায় আদালতে। পরবর্তীতে তাঁর চাকরি বাতিল করা হয়। বেতনের টাকা ফেরত দিতে হয়। সেই ঘটনার পর পেরিয়েছে ২ বছর। ফের শিরোনামে অঙ্কিতা অধিকারী। শুক্রবার কোচবিহার তৃণমূলের জেলা সম্পাদক পদে নিযুক্ত করা হল তাঁকে। নতুন দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘বাংলায় কথা বলুন’, পুরসভার অধিবেশনে বিজেপি কাউন্সিলরের হিন্দি বুলি থামালেন ফিরহাদ]

অঙ্কিতার কথায়, “লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রচারে বেরিয়েছিলাম। মানুষের কাছে গিয়েছি। দল আমাকে ভরসা করেছে। তাই দায়িত্ব দিয়েছে। একসঙ্গে কাজ করব।” দলের তরফে বলা হয়েছে, “প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অঙ্কিতা। শীর্য নেত়ৃত্বর নির্দেশে তাঁকে জেলা সম্পাদকের পদে নিযুক্ত করা হল।” যদিও তৃণমূলের এই সিদ্ধান্ত নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তাঁদের কটাক্ষ, “কে জানে এখানেও বাবার সুপারিশ আছে কি না।”

[আরও পড়ুন: ফাইনালে কঠিন প্রতিপক্ষ কলম্বিয়া, ‘ঠান্ডা মাথা’য় কোপা জয়ের ছক মেসির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement